ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

রাজবাড়ীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে শহিদুল ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) দুপুর ১ টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহিদুল দাদশী ইউনিয়নের সমেশপুর শাহ বটতলা এলাকার নুরাল মণ্ডলের ছেলে। তিনি ডেকোরেটর শ্রমিকের কাজ করতেন।

শহিদুলের সহকর্মী ইখলাস জানান, শহিদুলসহ কয়েকজন শ্রমিক দাদশী ইউনিয়নের কামালপুর এলাকায় এক বাড়িতে ডেকোরেটরের কাজ করছিলেন। দুপুরে খাবার খাওয়ার জন্য ওই বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহিদুল এবং তার দুই সহকর্মী নয়ন ও নীরব শহিদুলের বাড়িতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নয়ন চালাচ্ছিলেন। পথে সিংগা নিজাতপুর বাজার এলাকায় এলে সামনে থাকা একটি নসিমনকে তারা ওভারটেক করতে যায়। এসময় ওভারটেক করতে না পেরে নসিমনের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন ছিটকে পড়লে শহিদুলের মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া নয়নের হাত ভেঙে যায় ও নীরব পায়ে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, নসিমন চালক রাজীব শেখকে আটক করা হয়েছে। মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার জন্য একটি আবেদন দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজবাড়ীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

আপডেট সময় ০৯:৫২:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুন ২০২৪

রাজবাড়ীতে নসিমনের সঙ্গে সংঘর্ষে শহিদুল ইসলাম (২০) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুন) দুপুর ১ টার দিকে সদর উপজেলার দাদশী ইউনিয়নের সিংগা নিজাতপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

শহিদুল দাদশী ইউনিয়নের সমেশপুর শাহ বটতলা এলাকার নুরাল মণ্ডলের ছেলে। তিনি ডেকোরেটর শ্রমিকের কাজ করতেন।

শহিদুলের সহকর্মী ইখলাস জানান, শহিদুলসহ কয়েকজন শ্রমিক দাদশী ইউনিয়নের কামালপুর এলাকায় এক বাড়িতে ডেকোরেটরের কাজ করছিলেন। দুপুরে খাবার খাওয়ার জন্য ওই বাড়ি থেকে মোটরসাইকেলে করে শহিদুল এবং তার দুই সহকর্মী নয়ন ও নীরব শহিদুলের বাড়িতে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নয়ন চালাচ্ছিলেন। পথে সিংগা নিজাতপুর বাজার এলাকায় এলে সামনে থাকা একটি নসিমনকে তারা ওভারটেক করতে যায়। এসময় ওভারটেক করতে না পেরে নসিমনের পেছনে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা ৩ জন ছিটকে পড়লে শহিদুলের মাথায় গুরুতর আঘাত লাগে। এছাড়া নয়নের হাত ভেঙে যায় ও নীরব পায়ে আঘাতপ্রাপ্ত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক শহিদুলকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখারুল আলম প্রধান জানান, নসিমন চালক রাজীব শেখকে আটক করা হয়েছে। মরদেহটি রাজবাড়ী সদর হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা মরদেহ ময়নাতদন্ত ছাড়াই নিয়ে যাওয়ার জন্য একটি আবেদন দিয়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।