ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানী ডেমরায় ওয়াহিদুলের সন্ত্রাস বাহিনীর কর্মকান্ডে আতঙ্ক এলাকাবাসী।

  • মোঃ আশরাফুল ইমাম
  • আপডেট সময় ০৬:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ৫১১ বার পড়া হয়েছে

রাজধানী ডেমরা, বামৈল, কলাবাগান ও বড় ভাঙ্গা এলাকায় ওয়াহিদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা সহ অবৈধ সম্পদের পাহাড়ের সন্ধান মিলে।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে মাথার নিচে ইট দিয়ে ঘুমানো সেই ওহিদুল আজ শত কোটি টাকার মালিক। তাহলে কিভাবে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলেন ওয়াহিদুল নামের এই ব্যক্তি? ওয়াহিদুল ইসলাম বিগত আওয়ামী লীগের সময় দলীয় প্রভাব খাটিয়ে বামৈল, কলাবাগান ও বড় ভাঙ্গা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হন তিনি। তার মধ্য ডগাইরে রয়েছে ৫ কাঠা জমি, কলাবাগান রয়েছে ৪ কাঠা জমি, তার নিজ নির্মিত চার তলা বাড়ি চার কাটার উপর, বামৈল এ রয়েছে তার অনেক জায়গা।

এই অবৈধ সম্পদ কারো নজরে আসার আগেই অবৈধ সম্পদকে বৈধ করার জন্য দুইটি মিনি গার্মেন্টস চালু করেন তিনি। গার্মেন্টস ব্যবসা হলেও গার্মেন্টস শ্রমিক ছিল ওয়াহিদুল এর লাঠিয়ার বাহিনী। প্রয়োজনে এলাকায় নিজেকে টিকিয়ে রাখতে এবং অবৈধ সম্পদকে বৈধ করতে এই শ্রমিক নামে লাঠিয়ার বাহিনী ব্যবহার করতেন তিনি। বর্তমানে ওয়াহিদুল ইসলাম যে বাড়িতে থাকেন সেই বাড়িও রাউজুক এর নকশা বহির্ভূত বলে জানা যায়। এছাড়াও ওয়াহিদুল এর নেতৃত্বে মাদক ব্যবসা রমরমাট চালিয়ে আসছে হোসেন, হৃদয়, সেলিম ও আশরাফুল।

কিছুদিন আগে ইয়াবার মামলায় আসামি আশরাফুল জামিনে বের হয়ে আসে। গত পহেলা সেপ্টেম্বর ওয়াহিদের গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন ট্রাক গাড়ি দিয়ে নেওয়ার সময় রসুল নগর (আহমাদে) জামে মসজিদ কলাবাগান রাস্তার মোড় এলাকায় গাড়ি আসলে রাস্তা ছোট থাকায় সেখান থেকে এমব্রয়ডারি মেশিন সহ গাড়ি মোড় নিতে ব্যর্থ হলে রাস্তার পাশে থাকা মৃত আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান রঞ্জিত এর জায়গার ইটের দেয়াল ভেঙ্গে রাতের ১১ টার দিকে ট্রাক গাড়ি এমব্রয়ডারি মেশিন তাদের গার্মেন্টসে পৌঁছায়, এ ব্যাপারে মিজানুর রহমান রঞ্জিত ওয়াহিদুল এর নিকট দেয়াল ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান রঞ্জিত কে মেরে ফেলার হুমকি ও গালাগালি করে।

মিজানুর রহমান রঞ্জিত বলেন এই ঘটনার দুই দিন পরে ৩ অক্টোবর আসরের নামাজের পরে আমার বাড়িতে ধারালো অস্ত্র, রট ও লাঠি নিয়ে ৩০ থেকে ৩৫ জন ওয়াহিদুলের গার্মেন্টসের সন্ত্রাস বাহিনী দিয়ে আমার বাড়িতে হামলা দেয়। তখন আমি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই। স্থানীয় দোকানদার ও এলাকার লোকজনের কাছে জানতে চাইলে তারাও অস্ত্রসহ মিজানুর রহমান রঞ্জিত এর বাড়িতে হামলার ঘটনা নিশ্চিত করেন।

এ ব্যাপারে প্রশাসনিক সহযোগিতা ও ন্যায় বিচারের প্রত্যাশায় মিজানুর রহমান রঞ্জিত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

রাজধানী ডেমরায় ওয়াহিদুলের সন্ত্রাস বাহিনীর কর্মকান্ডে আতঙ্ক এলাকাবাসী।

আপডেট সময় ০৬:২৬:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

রাজধানী ডেমরা, বামৈল, কলাবাগান ও বড় ভাঙ্গা এলাকায় ওয়াহিদুল নামে এক ব্যক্তির বিরুদ্ধে জমি দখলের চেষ্টা সহ অবৈধ সম্পদের পাহাড়ের সন্ধান মিলে।

জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকাকালে মাথার নিচে ইট দিয়ে ঘুমানো সেই ওহিদুল আজ শত কোটি টাকার মালিক। তাহলে কিভাবে অল্প সময়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেলেন ওয়াহিদুল নামের এই ব্যক্তি? ওয়াহিদুল ইসলাম বিগত আওয়ামী লীগের সময় দলীয় প্রভাব খাটিয়ে বামৈল, কলাবাগান ও বড় ভাঙ্গা এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থেকে অবৈধভাবে কোটি কোটি টাকার সম্পদের মালিক হন তিনি। তার মধ্য ডগাইরে রয়েছে ৫ কাঠা জমি, কলাবাগান রয়েছে ৪ কাঠা জমি, তার নিজ নির্মিত চার তলা বাড়ি চার কাটার উপর, বামৈল এ রয়েছে তার অনেক জায়গা।

এই অবৈধ সম্পদ কারো নজরে আসার আগেই অবৈধ সম্পদকে বৈধ করার জন্য দুইটি মিনি গার্মেন্টস চালু করেন তিনি। গার্মেন্টস ব্যবসা হলেও গার্মেন্টস শ্রমিক ছিল ওয়াহিদুল এর লাঠিয়ার বাহিনী। প্রয়োজনে এলাকায় নিজেকে টিকিয়ে রাখতে এবং অবৈধ সম্পদকে বৈধ করতে এই শ্রমিক নামে লাঠিয়ার বাহিনী ব্যবহার করতেন তিনি। বর্তমানে ওয়াহিদুল ইসলাম যে বাড়িতে থাকেন সেই বাড়িও রাউজুক এর নকশা বহির্ভূত বলে জানা যায়। এছাড়াও ওয়াহিদুল এর নেতৃত্বে মাদক ব্যবসা রমরমাট চালিয়ে আসছে হোসেন, হৃদয়, সেলিম ও আশরাফুল।

কিছুদিন আগে ইয়াবার মামলায় আসামি আশরাফুল জামিনে বের হয়ে আসে। গত পহেলা সেপ্টেম্বর ওয়াহিদের গার্মেন্টস ফ্যাক্টরিতে এমব্রয়ডারি মেশিন ট্রাক গাড়ি দিয়ে নেওয়ার সময় রসুল নগর (আহমাদে) জামে মসজিদ কলাবাগান রাস্তার মোড় এলাকায় গাড়ি আসলে রাস্তা ছোট থাকায় সেখান থেকে এমব্রয়ডারি মেশিন সহ গাড়ি মোড় নিতে ব্যর্থ হলে রাস্তার পাশে থাকা মৃত আব্দুল কাদেরের ছেলে মিজানুর রহমান রঞ্জিত এর জায়গার ইটের দেয়াল ভেঙ্গে রাতের ১১ টার দিকে ট্রাক গাড়ি এমব্রয়ডারি মেশিন তাদের গার্মেন্টসে পৌঁছায়, এ ব্যাপারে মিজানুর রহমান রঞ্জিত ওয়াহিদুল এর নিকট দেয়াল ভাঙ্গার বিষয়ে জানতে চাইলে মিজানুর রহমান রঞ্জিত কে মেরে ফেলার হুমকি ও গালাগালি করে।

মিজানুর রহমান রঞ্জিত বলেন এই ঘটনার দুই দিন পরে ৩ অক্টোবর আসরের নামাজের পরে আমার বাড়িতে ধারালো অস্ত্র, রট ও লাঠি নিয়ে ৩০ থেকে ৩৫ জন ওয়াহিদুলের গার্মেন্টসের সন্ত্রাস বাহিনী দিয়ে আমার বাড়িতে হামলা দেয়। তখন আমি বাড়িতে না থাকায় প্রাণে বেঁচে যাই। স্থানীয় দোকানদার ও এলাকার লোকজনের কাছে জানতে চাইলে তারাও অস্ত্রসহ মিজানুর রহমান রঞ্জিত এর বাড়িতে হামলার ঘটনা নিশ্চিত করেন।

এ ব্যাপারে প্রশাসনিক সহযোগিতা ও ন্যায় বিচারের প্রত্যাশায় মিজানুর রহমান রঞ্জিত।