চলতি ২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। এছাড়া অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের জন্য ১২ লাখ ৫০ হাজার করদাতা রেজিস্ট্রেশন করেছেন। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ সিস্টেমের মাধ্যমে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধ করতে পারছেন এবং দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্টের সুবিধা পাচ্ছেন।
এছাড়াও আগের বছরের দাখিলকৃত ই-রিটার্ন ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এরই মধ্যে সব মন্ত্রণালয়/বিভাগে কর্মরত কর্মচারীদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল কার্যক্রমে সার্বিক সহায়তা দেওয়ার জন্য সব মন্ত্রণালয়/বিভাগ থেকে দুজন করে আইটি দক্ষতা সম্পন্ন প্রতিনিধির প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এছাড়াও জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে সব তফসিলি ব্যাংক, সব মোবাইল টেলিকম সেবা দানকারী প্রতিষ্ঠান এবং কয়েকটি মাল্টিন্যাশনাল কোম্পানির প্রায় দুই হাজার ৪০০ প্রতিনিধিকে প্রশিক্ষণ দেওয়ার আয়োজন করা হয়েছে এবং যা অব্যাহত আছে।