ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০২৪, ১০ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বরগুনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

বরগুনার পাথরঘাটায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিফাতুজ্জামান সিফাতের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারজানের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান।

এ ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিফাত তার চাচাতো ভাই বাপ্পিসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে বটতলা বাজারে জাকারিয়ার দোকানে চা খেতে যান। এরপর নেতাকর্মীদের বিদায় দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজু মিয়ার সঙ্গে কথা বলার সময় মারজান, হায়দার, মোহাম্মদ বাদল ও আল আমিনসহ বেশ কয়েকজন সিফাতের ওপর হামলা করে। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছুদিন পূর্বে মারজানকে জেলা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। এ বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিফাতকে দায়ী করে মারজান। এ বিষয়টি নিয়ে মারজান তার ফেসবুকে সিফাতকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান জানান, হামলার খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সিফাতের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সুদখোর চেয়ারম্যান সাইফুলের ঘরে আলাদিনের চেরাগ!

বরগুনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতার ওপর হামলা

আপডেট সময় ১১:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৯ জুন ২০২৪

বরগুনার পাথরঘাটায় কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সিফাতুজ্জামান সিফাতের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মারজানের বিরুদ্ধে।

মঙ্গলবার রাত ৮টার দিকে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বটতলা বাজারে এ হামলার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান।

এ ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে পাথরঘাটা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে সিফাত তার চাচাতো ভাই বাপ্পিসহ ২০ থেকে ২৫ জন নেতাকর্মী নিয়ে বটতলা বাজারে জাকারিয়ার দোকানে চা খেতে যান। এরপর নেতাকর্মীদের বিদায় দিয়ে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনজু মিয়ার সঙ্গে কথা বলার সময় মারজান, হায়দার, মোহাম্মদ বাদল ও আল আমিনসহ বেশ কয়েকজন সিফাতের ওপর হামলা করে। পরে তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহমেদ সুজন জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কিছুদিন পূর্বে মারজানকে জেলা ছাত্রলীগের পদ থেকে বহিষ্কার করা হয়। এ বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিফাতকে দায়ী করে মারজান। এ বিষয়টি নিয়ে মারজান তার ফেসবুকে সিফাতকে নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে।

পাথরঘাটা থানার পরিদর্শক (তদন্ত) সাইফুজ্জামান জানান, হামলার খবর পাওয়ার পরে আমরা ঘটনাস্থলে যাই এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় সিফাতের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।