ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি প্রত্যন্ত অঞ্চলে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। এমন খবরের পর ইরানের মন্ত্রিসভার জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে ইরানের মন্ত্রিসভার জরুরি বৈঠকে নেতৃত্ব দেন ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবার। খবর মেহর নিউজ
প্রসঙ্গত, গতকাল রোববার রাতে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর আজ সোমবার দেশটির গণমাধ্যম জানিয়েছে, ওই হেলিকপ্টারে থাকা কোনো আরোহী বেঁচে নেই। অর্থাৎ মারা গেছেন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দোল্লাহিয়ান এবং আরও দুই শীর্ষ কর্মকর্তা।
এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবরে শোক জানিয়েছে ইরাক, পাকিস্তান ও আর্মেনিয়ার সরকার। পাশাপাশি পাকিস্তান একদিনের শোক ঘোষণা করেছে।