মঙ্গলবার ( ২৩ এপ্রিল ২০২৪ ) মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ ঢাকা মহানগরের পক্ষ থেকে লালবাগ থানার ২৬ নং ওয়ার্ডে, তীব্র গরম তাপদাহ খেটে খাওয়া মানুষের মাঝে দুপুরে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয় এবং তীব্র তাপপ্রবাহের সময় করণীয় সম্পর্কে সাধারণ জনগণকে সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এ সময় বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরনে উপস্থিত ছিলেন মোঃ আলাউদ্দিন সাজু, সভাপতি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগর, সদস্য যুব ও ক্রীড়া উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ, সাবেক গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ। শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগরের সহ-সভাপতি, শ্যামল দাস সহ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কর্মী বিন্দু উপস্থিত ছিলেন।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ ঢাকা মহানগরের সভাপতি মোঃ আলাউদ্দিন সাজু বলেন,
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশে,
যতদিন এই তীব্র গরম তাপদাহ থাকবে ততদিন আমরা মানুষের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করে যাবো এবং মানুষের সহযোগিতায় আমরা সব সময় পাশে থাকবো।