ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে সাজা প্রদান চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা বোরহানউদ্দিনে উত্তর-টবগী রাস্তার মাথা জামে মসজিদের সভাপতি বাচ্চু পন্ডিত- সম্পাদক- আলম ফরাজি তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই ট্রাকে অভিনব কায়দায় লুকানো ১৯৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ মোবাইল চার্জে দিয়ে ঘুম, বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু। দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস নাম-পরিচয় গোপন করেও রক্ষা হলোনা বিএনপি নেতা চুন্নুর! মুরাদনগরে অর্থ আত্নসাতের অভিযোগ:প্রধান শিক্ষকের পদত্যাগ

সেমিফাইনাল: ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তবে সেই ম্যাচে বৃষ্টির চোখরাঙানি আছে বেশ। এর ফলেই আলোচনায় উঠে আসছে বিকল্প দৃশ্য, কী হবে যদি বৃষ্টিতে ভেসে যায় এই সেমিফাইনাল?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা আছে ৪০ শতাংশ। বৃষ্টির পরিমাণও বাড়ছে বেশ। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারা দিন আকাশ থাকবে আংশিক মেঘলা। সকালের দিকে বইতে পারে ঝোড়ো বাতাস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকাল পর্যন্ত। বৃষ্টি হতে পারে ১ মিলিমিটার পর্যন্ত।

গত মঙ্গলবার জানানো হয়েছিল, ভারত-ইংল্যান্ডের এই ম্যাচের দিন বৃষ্টি হতে পারে ০.৪ মিলিমিটার পর্যন্ত। তবে বুধবারে এসে সেই পূর্বাভাস বেড়ে ১ মিলিমিটারে এসে দাঁড়িয়েছে। আবহাওয়ায় নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ। যার ফলে আজকের এই সেমিফাইনাল নিয়ে উদ্বেগ আছে দুই শিবিরেরই।

তবে গ্রুপপর্বের কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে না থাকলেও নকআউটের জন্য তা আছে। আজ বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ না হলে খেলা হবে শুক্রবার।

তবে যদি বৃষ্টির কারণে দু’দিনের খেলাই ভেসে যায়, তাহলে কী হবে? আইসিসির নিয়ম বলছে, ম্যাচের ফলাফল পাওয়ার জন্য দু’টি দলকে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। সাধারণ টি-টোয়েন্টি ম্যাচে ফলের জন্য দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হয়। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। না হলে ম্যাচের ফল বেরোবে না।

আজ প্রথম দিনে যদি খেলা মাঠে গড়ানোর পর বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু হবে খেলা। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে যেমনটা হয়েছিল।

তবে বৃষ্টিতে যদি সেটাও সম্ভব না হয়, তাহলে দেখা হবে গ্রুপ পর্বে কোন দলের পয়েন্ট বেশি ছিল। যে দলের পয়েন্ট বেশি তারা ফাইনালে উঠবে। এ ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। কারণ গ্রুপ পর্বে ভারতের পয়েন্ট ৮। অন্য দিকে ইংল্যান্ডের পয়েন্ট ৭।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল

সেমিফাইনাল: ভারত-ইংল্যান্ড ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে কী হবে?

আপডেট সময় ১০:৩৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টায় মুখোমুখি হবে ভারত-ইংল্যান্ড। তবে সেই ম্যাচে বৃষ্টির চোখরাঙানি আছে বেশ। এর ফলেই আলোচনায় উঠে আসছে বিকল্প দৃশ্য, কী হবে যদি বৃষ্টিতে ভেসে যায় এই সেমিফাইনাল?

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার অ্যাডিলেডে বৃষ্টির সম্ভাবনা আছে ৪০ শতাংশ। বৃষ্টির পরিমাণও বাড়ছে বেশ। স্থানীয় আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ সারা দিন আকাশ থাকবে আংশিক মেঘলা। সকালের দিকে বইতে পারে ঝোড়ো বাতাস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বিকাল পর্যন্ত। বৃষ্টি হতে পারে ১ মিলিমিটার পর্যন্ত।

গত মঙ্গলবার জানানো হয়েছিল, ভারত-ইংল্যান্ডের এই ম্যাচের দিন বৃষ্টি হতে পারে ০.৪ মিলিমিটার পর্যন্ত। তবে বুধবারে এসে সেই পূর্বাভাস বেড়ে ১ মিলিমিটারে এসে দাঁড়িয়েছে। আবহাওয়ায় নাটকীয় পরিবর্তনের সম্ভাবনা তাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না আদৌ। যার ফলে আজকের এই সেমিফাইনাল নিয়ে উদ্বেগ আছে দুই শিবিরেরই।

তবে গ্রুপপর্বের কোনো ম্যাচের জন্য রিজার্ভ ডে না থাকলেও নকআউটের জন্য তা আছে। আজ বৃহস্পতিবার ভারত ও ইংল্যান্ড ম্যাচ না হলে খেলা হবে শুক্রবার।

তবে যদি বৃষ্টির কারণে দু’দিনের খেলাই ভেসে যায়, তাহলে কী হবে? আইসিসির নিয়ম বলছে, ম্যাচের ফলাফল পাওয়ার জন্য দু’টি দলকে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। সাধারণ টি-টোয়েন্টি ম্যাচে ফলের জন্য দু’টি দলকে অন্তত ৫ ওভার করে খেলতে হয়। কিন্তু বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালে অন্তত ১০ ওভার করে খেলতেই হবে। না হলে ম্যাচের ফল বেরোবে না।

আজ প্রথম দিনে যদি খেলা মাঠে গড়ানোর পর বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু হবে খেলা। ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনালে যেমনটা হয়েছিল।

তবে বৃষ্টিতে যদি সেটাও সম্ভব না হয়, তাহলে দেখা হবে গ্রুপ পর্বে কোন দলের পয়েন্ট বেশি ছিল। যে দলের পয়েন্ট বেশি তারা ফাইনালে উঠবে। এ ক্ষেত্রে কিছুটা সুবিধাজনক জায়গায় রয়েছে ভারত। কারণ গ্রুপ পর্বে ভারতের পয়েন্ট ৮। অন্য দিকে ইংল্যান্ডের পয়েন্ট ৭।