বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রতিবারের ন্যায় এবারও সাধারণ মানুষকে ইফতার খাওয়াচ্ছেন তরুণ আওয়ামী লীগ নেতা সালমান খান প্রান্ত। রাজধানীর উত্তরায় গত কয়েকবছর থেকে প্রধানমন্ত্রীর নামে রমজানের অধিকাংশ দিন শত শত নিম্ন আয়ের মানুষকে ইফতার করাচ্ছেন এ তরুণ নেতা।
এবারের রোজার শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ১ হাজার মানুষকে ইফতার খাওয়ানো হয়েছে। চলতি রমজানে এ কার্যক্রমের অংশ হিসেবে আরও প্রায় ২ হাজার সাধারণ মানুষের মুখে ইফতার তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে তার।
এ ব্যপারে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, বিশ্বনেত্রী শেখ হাসিনার সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে গত কয়েক বছর থেকে এ ইফতার কার্যক্রম আমি করে যাচ্ছি। আমার পরিবার এ কাজে যথেষ্ঠ সহযোগিতাসহ ব্যপক উৎসাহ দিয়ে যাচ্ছেন আমাকে। এলাকার সম্ভ্রান্ত আওয়ামী পরিবার হিসেবে আমি মনে করি এটা আমার নৈতিক দায়িত্ব। আজকে আমাদের দেশের যে উন্নতি সাধিত হয়েছে, বিশ্বে এ দেশ রোল মাডেল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, তা শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী জন্যই সম্ভব হয়েছে। ক্ষুধা ও দারিদ্রমুক্ত দেশ গঠনের কাজে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর আরও দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করছি। মহান আল্লাহ যাতে আমাদের নেত্রীর হাত ধরে এ দেশকে উন্নত দেশের কাতারে পৌঁছে দেন সেই দোয়া চাই। সেই সঙ্গে আমি সব সামর্থ্যবান মানুষকে সাধারণ মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানাই।
রাজধানী উত্তরার প্রসিদ্ধ ব্যবস্যা প্রতিষ্ঠান রয়েল মালাবার গ্রুপের চেয়ারম্যান সালমান খান প্রান্ত বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির অন্যতম সদস্য। সাবেক এ ছাত্রনেতা উত্তরা ১ নং ওয়ার্ডের বার বার নির্বাচিত জনপ্রিয় কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আফসার উদ্দিন খানের ভাতিজা। উত্তরা এলাকার অন্যতম আওয়ামী পরিবারের সন্তান হিসেবে সালমান খান প্রাপ্ত মানবসেবার হাতকে আরও প্রসারিত করতে এবার জনপ্রতিধি হিসেবে মানুষের সেবায় অভিপ্রায় নিয়ে কাজ করছেন।