বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করণীয় শীর্ষক কর্মশালা প্রেস কাউন্সিল মিলনায়তনে ৬ নভেম্বর রবিবার দিনব্যাপী অনুষ্ঠিত।
এতে দিন বদলের জাতীয় কাগজ দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার সহকারী ক্রাইম চীফ রাজু আহমেদ ও বিশেষ প্রতিনিধি নাহিদা আক্তার পপি সাফ্যলের সাথে অংশগ্রহন করেন।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব মোঃ শাহ আলম, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এ টু আই প্রকল্পের উপ-সচিব চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক পরামর্শক আবু সালে মোঃ মাহফুজুল আলম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিন্টেন্ট মোঃ শাখওয়াত হোসেন। কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত প্রায় ৭০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।