সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন কে এম আলী আজম। এর আগে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ছিলেন। রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নবনিয়োগপ্রাপ্ত এ সদস্যকে শপথ বাক্য পাঠ করানো হয়। পিএসসির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজমকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। রাষ্ট্রপতির নির্দেশক্রমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে নতুন এ সদস্যকে শপথ বাক্য পাঠ করান।এ সময় পিএসসির চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন, পিএসসির একাধিক সদস্য, সচিবালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দারসহ অনেকে উপস্থিত ছিলেন।