জামালপুরে আওয়ামী লীগের মতবিনিময় সভায় এক কেন্দ্রীয় নেতাকে লাঞ্ছিতের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) দুপুরে স্থানীয় মির্জা আজম অডিটরিয়ামে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সংসদ সদস্য মীর্জা আজম।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর আসনে সম্ভাব্য ৮ জন প্রার্থীর মধ্যে অন্যতম প্রার্থী প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদের পক্ষে মতবিনিময় সভার আয়োজন করে সদর উপজেলা আওয়ামী লীগ।
সভার এক পর্যায়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মারুফা আক্তার পপি দাঁড়িয়ে আবুল কালাম আজাদকে মনোনয়ন ফরম সংগ্রহ করায় শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দিতে চাইলে তাকে ‘ধমকাতে’ থাকেন মীর্জা আজম। এ সময় পপিকে একাধিকবার ধমক দিয়ে বসতে বলেন তিনি। এমন ঘটনায় মনোনয়নপ্রত্যাশীসহ মঞ্চের অনেককেই মুচকি হাসতে দেখা যায়।
এ সময় মারুফা আক্তার পপি ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মঞ্চ ত্যাগ করেন। সভামঞ্চে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ ব্যাপারে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা মারুফা আক্তার পপি বলেন, ‘আমার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘আবুল কালাম আজাদ গতরাতে আমাকে ফোনে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য দাওয়াত দেন।’
সদরের ভোটার এবং জন্মস্থান হওয়ায় এ অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি।
তিনি আরও বলেন, ‘আমার জন্য কোনো চেয়ারও রাখা হয়নি, মঞ্চে ওঠার ঘোষণা দেওয়া হলে একজন সিট ছেড়ে দিলে সেখানে আমি আসন গ্রহণ করি।’