সাংবাদিক মোঃ মনির হোসেন বিশ্বাসের শালক মোঃ রাজিবুল ইসলামকে শুক্রবার সন্ধায় গাড়ি চাপা দিয়ে হত্যা চেষ্টা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় পুলিশ ঘটনা স্থান তদন্ত করেছে।
এলাকাবাসী জানায়, মানিকগঞ্জ বারোবাড়িয়া ইনসেপ্টা ঔষধ কোম্পানির সামনে একটি প্রাইভেটকার পিছন থেকে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বরং গাইল গ্রামের আহমদ আলীর ছেলে মোহাম্মদ রাজিবুল ইসলামকে ধাক্কা দিলে তিনি আহত হয়। তাকে উদ্ধার করে মানিকগজ্ঞ হাসপাতালে নেওয়া হয়। এসময় তার বাইকটি ব্যপক ক্ষতিগ্রস্থ হয়। ঘাতক প্রাইভেটকারের ড্রাইভার পলাতক রয়েছে।
ঘটনার বিবরণী জানা যায়, আশুলিয়ার জামগড়া থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে সন্ধায় মোঃ রাজিবুল ইসলাম নামে এক ব্যক্তি রওনা করলে সে ঢাকা রিচা মহাসড়কের বারবাড়িয়া বাসস্ট্যান্ডের একটু আগে ইনসেপ্টা ওষুধ কোম্পানির সামনে পৌছলে পেছন থেকে একটি প্রাইভেট কার বেপরোয়া গতিতে এসে রাজিবুল ইসলামের মোটরসাইকেলের সজোরে ধাক্কা দেয় এতে রাজিবুল ইসলাম মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যায়ন ঘটনার স্থল থেকে প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেল কে প্রাইভেট কারটি বেপরোয়া গতিতে এসে ধাক্কা মারে। তারা ভেবেছিল মোটরসাইকেল আরোহী মারা গিয়েছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে মোটরসাইকেল আরোহী বেচে যায় তার শরীরে জখম হয় এবং কোমরে প্রচন্ড আঘাত লাগে। প্রাইভেট কার কি তাকে ধাক্কা মেরে গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখেই পালিয়ে যায়।
রাজিবুল ইসলাম বলেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করার জন্যই প্রাইভেট কারটি তাকে সজোরে ধাক্কা মারে। এ সময় প্রাইভেট কারের গতি আনুমানিক ১০০ থেকে ১২০ কিলোমিটার ঘণ্টায় ছিল।