জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় এবং ঢাকা মহানগর কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রে সুপারফাইভ তথা পাঁচ শীর্ষ নেতার নাম ঘোষণা করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে তিন সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস ব্রিফিংয়ে কমিটি ঘোষণার কথা জানানো হয়েছে।
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি করা হয়েছে এসএম জিলানীকে, যিনি সবশেষ কমিটিতে ১নম্বর সদস্য ছিলেন। আর ছাত্রদলের সাবেক সভাপতি রাজীব আহসানকে করা হয়েছে সাধারণ সম্পাদক। সিনিয়র সহসভাপতি করা হয়েছে আগের কমিটির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আলীকে। সিনিয়র যুগ্ম সম্পাদক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজকে, যিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন।
৫ সদস্যবিশিষ্ট কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হাসানকে। সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি করা হয়েছে শফিউদ্দিন সেন্টুকে। সাধারণ সম্পাদক জাকির হোসেন ও সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক। আর স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি করা হয়েছে আনোয়ার হোসেনকে। কমিটির সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির ও সাংগঠনিক সম্পাদক ফরিদ হোসেন।
এর আগে গত ২০ এপ্রিল জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩৫২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে সভাপতি করা হয়েছিল মোস্তাফিজুর রহমানকে। সাধারণ সম্পাদক করা হয়েছিল আবদুল কাদির ভূঁইয়া জুয়েলকে। পূর্ণাঙ্গ কমিটি দেওয়ার ৫ মাসের মাথায় নতুন কমিটি ঘোষণার করা হলো।