ফরিদপুরের সদরপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা করেছে সদরপুর উপজেলা প্রশাসন।শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলা শহরের সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “ জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী শফিকুর রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সকহারী কমিশনার ভূমি কর্মকর্তা তানিয়া আকতার, অফিসার ইনচার্জ সদরপুর থানা মোঃ মামুন আল রশীদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনীন কল্পনা,সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সচিব, মেম্বর, উদ্যোক্তা ও গ্রামপুলিশবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা জন্ম মৃত্যু নিবন্ধনের প্রয়োজনীয়তা উল্লেখ করে নানা জটিলতা নিরসনে করণীয় সম্পর্কে দ্রুত কার্যকর ভূমিকা গ্রহন করতে বলেন।