নাটোর-বগুড়া মহাসড়কের চৌগ্রাম নামক এলাকায় মোটরসাইকেল-পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় মোঃ মমিন (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার সকাল সাতটায় উপজেলার চৌগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবক উপজেলার ছোট চৌগ্রাম গ্রামের আঃ লতিফ এর ছেলে। জানা যায়, মোটরসাইকেল নিয়ে নিজ বাড়ি চৌগ্রাম রাস্তার উপরে উঠলে একটি পিকআপ এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে মমিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।ঘাতক পিকআপটি চৌগ্রামে এলাকাবাসীর হেফাজতে আছে ও পিকআপ ড্রাইভার তেরোবাড়িয়া গ্রামের মুর্শেদুল পিতা জালাল সে মমিনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত পালিয়ে যায়।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি)মিজানুর রহমান বলেন এবিষয়ে থানায় মামলা হয়েছে তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।