মোবাইল ইন্টারনেট গতিতে ১৪৩ দেশের মধ্যে ১২০তম অবস্থান বাংলাদেশের। ওকলো স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্সের গত জুলাই মাসের ডাটা থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের মোবাইল ডাটা বিশ্লেষণ করেছে স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স ওকলো। এছাড়া ব্যবহারকারীদের ওপর পর্যবেক্ষণ চালিয়ে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
প্রতিষ্ঠানটির গেল ২০২২ সালে প্রকাশিত ডাটাতে বাংলাদেশের অবস্থান ছিল ১২১ তম। তখন দেশের সংখ্যা ছিল ১৪১টি। প্রকাশিত তথ্যানুসারে, বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে মধ্যম মানের ডাউনলোড স্পিড ১৭.১৮এমবিপিএস।
এ তালিকায় প্রথমে অবস্থান করছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির মাঝারি ধরনের ডাউনলোড স্পিড হলো ২০৫.৭৭ এমবিপিএস।
এ বছরের জুলাইতে প্রকাশিত রিপোর্ট অনুসারে মোবাইল ইন্টারনেটের গতিতে প্রতিবেশী দেশ ভারতের অবস্থান ৫৩তম। সেখানে ডাউনলোড স্পিড ৪৩.১৭ এমবিপিএস।
জরিপে সবচেয়ে কম ইন্টারনেট গতির দেশের মধ্যে আফগানিস্তান ও কিউবা অন্যতম।