দেড় ঘণ্টা বিলম্বে (বেলা ১১টা) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেন শুরু হয়েছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করছে ডিএসই। রোববার (৩০ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিনিয়োগকারী ও ব্রোকার হাউজসহ পুঁজিবাজার সংশ্লিষ্টদের কাছে দুঃখ প্রকাশ করেছে তারা।
ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ লেনদেন বন্ধ থাকার জন্য কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই। ডিএসই মার্কেট অপারেশন ভুলবশত ৭০টি সিকিউরিটিজের পরিবর্তে সব সিকিউরিটিজের ওপর সার্কিট ব্রেকার আরোপের ফলে মার্কেট বন্ধ রাখা হয়।
এই ভুল সংশোধন করে মার্কেট সকাল ৯টা ৩০ মিনিটের পরিবর্তে বেলা ১১টায় চালু করা হয়। যা দুপুর ২টা ৩৫ মিনিট পর্যন্ত চলবে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্য ডিএসই কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করছে।
নিয়ম অনুসারে প্রতিদিন সকাল ৯টাকা ৩০ মিনিটে পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। কিন্তু আজও রোববার (৩০অক্টোবর) ডিএসইর নির্ধারিত সময়ে লেনদেন শুরু করতে পারেনি। পরে ১ ঘণ্টা ৩০ মিনিট পর বেলা ১১টায় লেনদেন শুরু হয়। তবে, দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ৯টা ৩০ মিনিট থেকে লেনদেন চলছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত লেনদেনের প্রথম পৌনে এক ঘণ্টায় অর্থাৎ ১১টা ৪৫ মিনিট পর্যন্ত সময়ে ডিএসইতে মোট ৩০০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৫৬টির, কমেছে ৮১টির আর অপরিবর্তিত রয়েছে ১৬৩টি কোম্পানির শেয়ারের। বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম কমায় ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৫ পয়েন্ট কমে ৬ হাজার ৩৫১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এসময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ লাখ ৪২ হাজার ৩৮ হাজার ৩৩৪টি শেয়ার ও ইউনিট। তাতে টাকার অংকে মোট লেনদেন হয়েছে ১৬৩ কোটি টাকা।