ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ধামরাইয়ে ১৯৬ মন্ডপে শারদীয় দুর্গোৎসব অসামাজিক কার্যকলাপে প্রতিবাদ করায় ভারাটিয়া কতৃক বাড়িওয়ালা সন্ত্রাসী হামলার শিকার। জাসদ একত্রিত করতে মাঠে আসছেন জাসদের প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খানের ভাতিজি ব্যারিস্টার ফারাহ খান কুমিল্লায় শারদীয় দুর্গাপূজা উৎসবে সার্বিক নিরাপত্তায় কাজ করবে বিজিবি- কর্নেল রেজাউল কবির ৭৪ বোতল‌ চোলাইমদ সহ মিঠাপুকুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার এক চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে বড় ধাক্কা খেল ইংল্যান্ড লেবানন সীমান্তে হিজবুল্লাহ-ইসরাইল সংঘর্ষ অব্যাহত পরিচালকদের সঙ্গে প্রেম করে কাজ পান স্বস্তিকা

ভৈরবে হাসপাতাল নির্মাণের নামে প্রতারণা করে জমি দখলের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে 

ভৈরবের রাজনগরে হাসপাতাল নির্মাণের নামে কৌশলে ভাইদের জমি  লিখে নিয়ে  হাসপাতাল নির্মাণ না করে জমিদখলের অভিযোগ উঠেছে সিলেটের বেগম রোকেয়া খাতুন চৌধুরী  নাসিং কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রউফের বিরুদ্ধে ।
শুধু তাই নয় ভাই ও ভাতিজাদের নামে  বিভিন্ন সময়ে একের পর এক মিথ্যা মামলা  ও পুলিশ দিয়ে হয়রানী  করছে । বিগত ৩০ বছর যাবত সহোদর ভাই বাচ্চু মিয়া  মামলার আসামী হয়ে সর্বশান্ত প্রায় । বাচ্চু মিয়া , গোলাপ মিয়া, মোঃ রাজ্জাক মিয়া  সুলতান খন্দকারসহ  মামলার অভিযুক্তরা পুলিশি গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন ।  মামলার অভিযুক্ত ও স্থানীয়রা জানান, আবদুর রউফ ও তার সহোদর ভাই বাচ্চু মিয়াসহ তাদের পৈত্রিক সম্পত্তি বাটোয়ারা বন্টন হয়ে যার যার হিস্যানুযায়ী প্রাপ্য বুঝে নেয় ।  কিন্ত আবদুর রউফ ওয়ারিশ সূত্রে প্রাপ্য সম্পত্তি বুঝে নেয়ার পর ও  ভাই ও ভাতিজাদের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে ।  এছাড়া ও  সম্প্রতি নতুন করে  কিশোরগঞ্জ আদালতে ১০৭  ধারা আরো ২টি মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানী করছে ।
এ বিষয়ে সুলতান খন্দকার জানান,আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা ও সম বন্টন হয়ে যার যার হিস্যা মতে আমরা বসবাস করছি । কিন্ত আবদুর রউফ অনৈতিক ভাবে আমাদের নামে  বানোয়াট মিথ্যা মামলা দিয়ে ও হয়রানী করছে । আমি চকবাজারে আমার জায়গায় ঘর নির্মাণের কাজ করছি । কিন্ত সে মিথ্যা মামলা করে পুলিশ দিয়ে হয়রানী করে কাজ বন্ধ করে দিয়েছে ।  আমার মাল সামানা নষ্ট হচ্ছে ।এছাড়া হাসপাতাল নির্মানের কথা বলে কৌশলে সাড়ে ১১ শতাংশ জমি বাপ-চাচাদের কাছ থেকে লিখে নিয়ে  হাসপাতাল নির্মাণ না করে ভোগ দখল করছে । তখন কথা ছিলো হাসপাতাল নির্মাণ  না করলে যার যার জমি তাকে ফেরত দিবে । কিন্ত জমি ফেরত না দিয়ে উল্টো একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানী করছে ।
এ বিষয়ে সহোদর ভাই বাচ্চু মিয়া জানান, বিগত ৩০ বছর ধরে আবদুর রউফের মিথ্যা মামলার ঘানি টানছেন । সে এলাকার শালিস দরবার মানেনা ।  এলাকায় তার কিছু সাঙ্গ-পাঙ্গ রয়েছে ।  শুধু তাই নয় প্রতারণা করে হাসপাতাল গড়ার নামে আমাদের কাছ থেকে জমি লিখে নিয়ে ভোগ দখল করছে ।
 এ বিষয়ে আবদুর রউফ  তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালের নামে কোন জমি তিনি লিখে নেননি । তিনি তাদের কাছ থেকে জমি সাব কাওলা কিনে নিয়েছেন । তাছাড়া সুলতান খন্দকারকে জায়গা মেপে ভবন নির্মাণের জন্য বলি । কিন্ত সে আমার অনুপস্থিতিতে ভবন নিমাৃণ করছে এবং আমাকে হুমকি দেওয়ায় আমি আদালতে আইনের আশ্রয় নিয়েছি ।
এ বিষয়ে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, আবদুর রউফের সাথে তার ভাই- ভাতিজাদের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পতির জন্য আপোষ-মিমাংসার প্রসতাব দিলে আবদুর রউফ মানলে ও অপর পক্ষ মানেনি । তাই সে আদালতে মামলা দায়ের করেছে ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চাঁপাইনবাবগঞ্জের বটতলা হাটে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে।

ভৈরবে হাসপাতাল নির্মাণের নামে প্রতারণা করে জমি দখলের অভিযোগ অধ্যাপকের বিরুদ্ধে 

আপডেট সময় ১০:৫৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ অগাস্ট ২০২৩
ভৈরবের রাজনগরে হাসপাতাল নির্মাণের নামে কৌশলে ভাইদের জমি  লিখে নিয়ে  হাসপাতাল নির্মাণ না করে জমিদখলের অভিযোগ উঠেছে সিলেটের বেগম রোকেয়া খাতুন চৌধুরী  নাসিং কলেজের সহযোগী অধ্যাপক আবদুর রউফের বিরুদ্ধে ।
শুধু তাই নয় ভাই ও ভাতিজাদের নামে  বিভিন্ন সময়ে একের পর এক মিথ্যা মামলা  ও পুলিশ দিয়ে হয়রানী  করছে । বিগত ৩০ বছর যাবত সহোদর ভাই বাচ্চু মিয়া  মামলার আসামী হয়ে সর্বশান্ত প্রায় । বাচ্চু মিয়া , গোলাপ মিয়া, মোঃ রাজ্জাক মিয়া  সুলতান খন্দকারসহ  মামলার অভিযুক্তরা পুলিশি গ্রেফতার এড়াতে বাড়ি ছেড়ে অন্যত্র পালিয়ে বেড়াচ্ছেন ।  মামলার অভিযুক্ত ও স্থানীয়রা জানান, আবদুর রউফ ও তার সহোদর ভাই বাচ্চু মিয়াসহ তাদের পৈত্রিক সম্পত্তি বাটোয়ারা বন্টন হয়ে যার যার হিস্যানুযায়ী প্রাপ্য বুঝে নেয় ।  কিন্ত আবদুর রউফ ওয়ারিশ সূত্রে প্রাপ্য সম্পত্তি বুঝে নেয়ার পর ও  ভাই ও ভাতিজাদের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানী করছে ।  এছাড়া ও  সম্প্রতি নতুন করে  কিশোরগঞ্জ আদালতে ১০৭  ধারা আরো ২টি মামলা দায়ের করে পুলিশ দিয়ে হয়রানী করছে ।
এ বিষয়ে সুলতান খন্দকার জানান,আমাদের পৈত্রিক সম্পত্তি ভাগ-বাটোয়ারা ও সম বন্টন হয়ে যার যার হিস্যা মতে আমরা বসবাস করছি । কিন্ত আবদুর রউফ অনৈতিক ভাবে আমাদের নামে  বানোয়াট মিথ্যা মামলা দিয়ে ও হয়রানী করছে । আমি চকবাজারে আমার জায়গায় ঘর নির্মাণের কাজ করছি । কিন্ত সে মিথ্যা মামলা করে পুলিশ দিয়ে হয়রানী করে কাজ বন্ধ করে দিয়েছে ।  আমার মাল সামানা নষ্ট হচ্ছে ।এছাড়া হাসপাতাল নির্মানের কথা বলে কৌশলে সাড়ে ১১ শতাংশ জমি বাপ-চাচাদের কাছ থেকে লিখে নিয়ে  হাসপাতাল নির্মাণ না করে ভোগ দখল করছে । তখন কথা ছিলো হাসপাতাল নির্মাণ  না করলে যার যার জমি তাকে ফেরত দিবে । কিন্ত জমি ফেরত না দিয়ে উল্টো একের পর এক মামলা দিয়ে আমাদের হয়রানী করছে ।
এ বিষয়ে সহোদর ভাই বাচ্চু মিয়া জানান, বিগত ৩০ বছর ধরে আবদুর রউফের মিথ্যা মামলার ঘানি টানছেন । সে এলাকার শালিস দরবার মানেনা ।  এলাকায় তার কিছু সাঙ্গ-পাঙ্গ রয়েছে ।  শুধু তাই নয় প্রতারণা করে হাসপাতাল গড়ার নামে আমাদের কাছ থেকে জমি লিখে নিয়ে ভোগ দখল করছে ।
 এ বিষয়ে আবদুর রউফ  তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, হাসপাতালের নামে কোন জমি তিনি লিখে নেননি । তিনি তাদের কাছ থেকে জমি সাব কাওলা কিনে নিয়েছেন । তাছাড়া সুলতান খন্দকারকে জায়গা মেপে ভবন নির্মাণের জন্য বলি । কিন্ত সে আমার অনুপস্থিতিতে ভবন নিমাৃণ করছে এবং আমাকে হুমকি দেওয়ায় আমি আদালতে আইনের আশ্রয় নিয়েছি ।
এ বিষয়ে শিমুলকান্দি ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রিপন জানান, আবদুর রউফের সাথে তার ভাই- ভাতিজাদের জমি সংক্রান্ত বিরোধ নিষ্পতির জন্য আপোষ-মিমাংসার প্রসতাব দিলে আবদুর রউফ মানলে ও অপর পক্ষ মানেনি । তাই সে আদালতে মামলা দায়ের করেছে ।