ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের গাড়ির চাপায় এক নারী নিহত

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম নাজমা বেগম (৪৭) সে,ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী দুই সন্তানের জনক তিনি।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আজ দুপুর দেড়টায় ডিএমপি যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহতের ছেলে আব্দুল মমিন জানান, শুক্রবার বিকেলে মাকে সঙ্গে নিয়ে লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে নামেন তারা, সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তারা।

তাদের বহনকারী অটোরিকশাটি যাত্রাবাড়ী থানার শনির আখড়ার দিকে যাওয়ার সময় ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে।

এতে রিকশা থেকে নাজমা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাকায় সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আব্দুল মমিন আরো জানান, গত ৭-৮ বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত তার মা নাজমা। নিয়মিত ঢাকায় এসে চিকিৎসা নিতেন। ৪ মাস আগে সবশেষ চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছিল সে।

ওসি মো. মফিজুল আলম জানান, ভাঙ্গাপ্রেস এলাকায় একটি ময়লার গাড়ির চাপায় ওই নারী নিহত হয়েছেন। তবে, গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তবে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যাত্রাবাড়ীতে সিটি করপোরেশনের গাড়ির চাপায় এক নারী নিহত

আপডেট সময় ০৫:১৭:২৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে এক নারী নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম নাজমা বেগম (৪৭) সে,ভোলা জেলার বোরহানউদ্দিন থানার উখিয়া গ্রামের মৃত ইউনুস মিয়ার স্ত্রী দুই সন্তানের জনক তিনি।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে যাত্রাবাড়ী থানার ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

আজ দুপুর দেড়টায় ডিএমপি যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, নিহতের ছেলে আব্দুল মমিন জানান, শুক্রবার বিকেলে মাকে সঙ্গে নিয়ে লঞ্চে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

আজ শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনালে নামেন তারা, সেখান থেকে ব্যাটারিচালিত রিকশায় যাত্রাবাড়ী থানার শনিরআখড়া এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন তারা।

তাদের বহনকারী অটোরিকশাটি যাত্রাবাড়ী থানার শনির আখড়ার দিকে যাওয়ার সময় ভাঙ্গা প্রেস লাল মসজিদের সামনে ম্যানহোলের ঢাকনার সঙ্গে রিকশার ধাক্কা লাগে।

এতে রিকশা থেকে নাজমা বেগম ছিটকে রাস্তায় পড়ে গেলে ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির চাকায় সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আব্দুল মমিন আরো জানান, গত ৭-৮ বছর ধরে ব্লাড ক্যানসারে আক্রান্ত তার মা নাজমা। নিয়মিত ঢাকায় এসে চিকিৎসা নিতেন। ৪ মাস আগে সবশেষ চিকিৎসা নিয়ে বাড়িতে গিয়েছিল সে।

ওসি মো. মফিজুল আলম জানান, ভাঙ্গাপ্রেস এলাকায় একটি ময়লার গাড়ির চাপায় ওই নারী নিহত হয়েছেন। তবে, গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরো জানান, বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। তবে, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহটি হস্তান্তর করা হয়েছে।

এবিষয়ে সড়ক দুর্ঘটনা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।