ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ২০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় ব্যাটারী চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪

কুমিল্লায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধার এবং আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের গ্রুপ লিডারসহ ৪ সহযোগীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ি।

কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় সমিতি মার্কেটের কোটবাড়ী ব্যাটারি সার্ভিস নামে ব্যবসা প্রতিষ্ঠান হতে একটি নীল রঙের পিকআপ নিয়ে দোকানের সামনে এসে ৪/৫ জন অজ্ঞাত চোর দোকানে সাটারের তালা ভেঙ্গে দোকানের ভেতরে ক্যাশ হতে নগদ ১৭,০০০ টাকা এবং ১৯ পিচ ছোট বড় নতুন ব্যাটারি সর্বমোট ৩,২৬,৬০০ টাকা মূল্যের ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা রুজুর পর কোটবাড়ি পুলিশ মামলার ঘটনাস্থলের সিসি ফুটেজ হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মামলার চুরির কাজে ব্যবহৃত নীল রঙের পিকআপটি আটক করে মামলার চুরির সাথে জড়িত পিকআপের ড্রাইভার সন্ধিগ্ধ আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে।

তার স্বীকারোক্তি মোতাবেক সিসিটিভি ফুটেজের অন্যান্য আসামীদের সনাক্ত করে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত গ্রুপ লিডার মোহাম্মদ রনক রহমান প্রকাশ রনি, সোহাগ, শামীম হাসানকে গ্রেফতার করে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল ক্রয়কারী আসামী লিটনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো: (১) ওয়াসিম মিয়া, পিতা- মোহন মিয়া, মাতা- আরফুতের নেছা, সাং- (মোল্লাবাড়ী) মানিকসার, পোঃ- মোজাফরগঞ্জ, ইউপি- পয়ালগাছা, থানা- বড়ুরা, জেলা- কুমিল্লা, (২) মোহাম্মদ রনক রহমান প্রকাশ রনি (২৬), পিতা- তোতা মিয়া, মাতা- মোরশেদা বেগম, সাং- রাজাপুর, পোঃÑ ছয়গ্রাম, থানাÑ বুড়িচং, জেলা- কুমিল্লা, (৩) সোহাগ (২০), পিতা- ফয়সাল আবেদীন, মাতা- শেফালী বেগম, সাং- রায়শ্রী (মুন্সী বাড়ী), পোঃ- উনকিলা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর (৪) শামীম হাসান (২৫), পিতা- কামাল হোসেন, মাতা- আনোয়ারা বেগম, সাং- দিদার মার্কেট কাশিনাথপুর, পোঃ- দূর্গাপুর, থানা- কোতয়ালী, জেলা: কুমিল্লা, (৫) লিটন (৩০), পিতা- আব্দুল ওহাব, মাতা- মৃত তাহেরা বেগম, সাং- ডুবাইর চর (উত্তর পাড়া), পোঃ- মোকাম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।

গ্রুপ লিডার মোঃ রনক রহমান রনি এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ৩টি ডাকাতি মামলা, ৫টি চুরির মামলা ও আসামী সোহাগ এর বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ব্যাটারী চোর চক্রের মূল হোতাসহ গ্রেফতার ৪

আপডেট সময় ০৩:২৮:০৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩

কুমিল্লায় মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে চোরাই মালামাল ও পিকআপ ভ্যান উদ্ধার এবং আন্তঃজেলা ব্যাটারী চোর চক্রের গ্রুপ লিডারসহ ৪ সহযোগীকে গ্রেফতার করেছে সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ি পুলিশ ফাঁড়ি।

কোটবাড়ী চাঙ্গিনী এলাকায় সমিতি মার্কেটের কোটবাড়ী ব্যাটারি সার্ভিস নামে ব্যবসা প্রতিষ্ঠান হতে একটি নীল রঙের পিকআপ নিয়ে দোকানের সামনে এসে ৪/৫ জন অজ্ঞাত চোর দোকানে সাটারের তালা ভেঙ্গে দোকানের ভেতরে ক্যাশ হতে নগদ ১৭,০০০ টাকা এবং ১৯ পিচ ছোট বড় নতুন ব্যাটারি সর্বমোট ৩,২৬,৬০০ টাকা মূল্যের ব্যাটারী চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় মামলা রুজুর পর কোটবাড়ি পুলিশ মামলার ঘটনাস্থলের সিসি ফুটেজ হতে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে মামলার চুরির কাজে ব্যবহৃত নীল রঙের পিকআপটি আটক করে মামলার চুরির সাথে জড়িত পিকআপের ড্রাইভার সন্ধিগ্ধ আসামী ওয়াসিম মিয়াকে গ্রেফতার করে।

তার স্বীকারোক্তি মোতাবেক সিসিটিভি ফুটেজের অন্যান্য আসামীদের সনাক্ত করে কুমিল্লা জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মামলার ঘটনার সহিত জড়িত গ্রুপ লিডার মোহাম্মদ রনক রহমান প্রকাশ রনি, সোহাগ, শামীম হাসানকে গ্রেফতার করে। আসামীদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মালামাল ক্রয়কারী আসামী লিটনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীরা হলো: (১) ওয়াসিম মিয়া, পিতা- মোহন মিয়া, মাতা- আরফুতের নেছা, সাং- (মোল্লাবাড়ী) মানিকসার, পোঃ- মোজাফরগঞ্জ, ইউপি- পয়ালগাছা, থানা- বড়ুরা, জেলা- কুমিল্লা, (২) মোহাম্মদ রনক রহমান প্রকাশ রনি (২৬), পিতা- তোতা মিয়া, মাতা- মোরশেদা বেগম, সাং- রাজাপুর, পোঃÑ ছয়গ্রাম, থানাÑ বুড়িচং, জেলা- কুমিল্লা, (৩) সোহাগ (২০), পিতা- ফয়সাল আবেদীন, মাতা- শেফালী বেগম, সাং- রায়শ্রী (মুন্সী বাড়ী), পোঃ- উনকিলা, থানা- শাহরাস্তি, জেলা- চাঁদপুর (৪) শামীম হাসান (২৫), পিতা- কামাল হোসেন, মাতা- আনোয়ারা বেগম, সাং- দিদার মার্কেট কাশিনাথপুর, পোঃ- দূর্গাপুর, থানা- কোতয়ালী, জেলা: কুমিল্লা, (৫) লিটন (৩০), পিতা- আব্দুল ওহাব, মাতা- মৃত তাহেরা বেগম, সাং- ডুবাইর চর (উত্তর পাড়া), পোঃ- মোকাম, থানা- বুড়িচং, জেলা- কুমিল্লা।

গ্রুপ লিডার মোঃ রনক রহমান রনি এর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১টি অস্ত্র মামলা, ৩টি ডাকাতি মামলা, ৫টি চুরির মামলা ও আসামী সোহাগ এর বিরুদ্ধে ১টি ডাকাতি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।