ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০৫ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

কুমিল্লায় ১টি প্রাইভেট কার, ১ জোড়া স্বর্নের কানের দুল, ২টি স্বর্নের আংটি ও ৬টি মহিলাদের হ্যান্ডব্যাগ সহ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গত ২জুলাই দুপুরে বিউটি রানী সূত্রধর (৪২), তার মেয়ে পুষ্পিতা সূত্রধর (১৮) কুমিল্লা শহর থেকে দেবিদ্বার থানা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে কোতয়ালী মডেল থানাধীন ১ম কান্দিরপাড় সাকিনের বে-ল্যান্ড সেন্টারের সামনে পৌঁছালে একটি লাল রংয়ের টয়েটা প্রাইভেট কার থেকে একজন অজ্ঞাতনামা মহিলা তার কোলে ছোট শিশু বাচ্চা ও বয়ষ্ক পুরুষ নেমে এসে বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে কোথায় যাবে জিজ্ঞাসা করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এক পর্যায়ে তারা প্রতারকের খপ্পড়ে পরে প্রাইভেট গাড়ীতে প্রতারকদের সাথে দেবিদ্বার যাওয়ার প্রস্তাবে রাজি হয়। গাড়ীতে উঠে বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে প্রলুদ্ধ করে যে, প্রতারকরা দুস্থ লোকদের জন্য সরকারি ত্রান সংগ্রহ করে দুস্থ লোক মাঝে বিতরণ করে। গাড়িটি কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় থামিয়ে কিছু দূরে দুস্থ লোকজনদের ত্রান বিতরন করিতেছে বলে এবং মানবিক কারনে বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে সাহায্য করতে বলে। স্বর্নালংকারসহ ত্রান নিতে গেলে দিবে না বলে এবং কৌশলে মহিলা প্রতারক তার পরিহিত ভুয়া স্বর্ন অলংকার ব্যাগে রাখে এবং বিউটি রানী সূত্রধর ও তার মেয়ের পরিহিত স্বর্নের চেইন ও কানের দুল এবং মোবাইল ফোন ব্যাগের মধ্যে রাখতে বলে। স্বর্নালংকার, মোবাইল ফোন রেখে মহিলা প্রতারকের সাথে ত্রান আনতে গেলে কৌশলে মহিলা প্রতারক বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে রেখে গাড়ীর কাছে এসে প্রতারক চক্র স্বর্নালংকার, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় বিউটি রানী সূত্রধর অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে কোতোয়ালি মডেল থানাধীন কান্দিরপাড় ফাঁড়িতে কর্মরত এসআই বিশ্বজিৎ পাল ও এএসআই জনি দেব দাস গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০জুলাই তারিখ রাতে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের নিচ থেকে প্রতারক মোঃ নাসির মিয়া ও ফাহিমা আক্তারকে তাদের ব্যবহৃত প্রাইভেটকার সহ আটক করে। আটককৃতরা হলো: ১। মোঃ নাসির মিয়া (৫৩), পিতা- মৃত মহর আলী, ২। ফাহিমা আক্তার (৩৫), পিতা- ফজর খাঁন, উভয় সাং- শিমরাইল, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গাড়ি তল্লাশি করে মহিলাদের ব্যবহৃত ৬ টি হ্যান্ডব্যাগ, ১ জোড়া স্বর্নের কানের দুল ও ২টি স্বর্নের আংটি উদ্ধার করতে সক্ষম হয়।

প্রতারক চক্র গ্রেফতার ঘটনার সংবাদ পেয়ে বিউটি রানী সূত্রধর আসামীদ্বয়কে ও গাড়ীকে সনাক্ত করে।

উক্ত প্রতারকদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-১১৩, তারিখ- ৩০ জুলাই, ২০২৩; ধারা- ৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় পুলিশের অভিযানে প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার

আপডেট সময় ০৬:০৪:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

কুমিল্লায় ১টি প্রাইভেট কার, ১ জোড়া স্বর্নের কানের দুল, ২টি স্বর্নের আংটি ও ৬টি মহিলাদের হ্যান্ডব্যাগ সহ আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় ২ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ।

গত ২জুলাই দুপুরে বিউটি রানী সূত্রধর (৪২), তার মেয়ে পুষ্পিতা সূত্রধর (১৮) কুমিল্লা শহর থেকে দেবিদ্বার থানা এলাকায় যাওয়ার উদ্দেশ্যে কোতয়ালী মডেল থানাধীন ১ম কান্দিরপাড় সাকিনের বে-ল্যান্ড সেন্টারের সামনে পৌঁছালে একটি লাল রংয়ের টয়েটা প্রাইভেট কার থেকে একজন অজ্ঞাতনামা মহিলা তার কোলে ছোট শিশু বাচ্চা ও বয়ষ্ক পুরুষ নেমে এসে বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে কোথায় যাবে জিজ্ঞাসা করে সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। এক পর্যায়ে তারা প্রতারকের খপ্পড়ে পরে প্রাইভেট গাড়ীতে প্রতারকদের সাথে দেবিদ্বার যাওয়ার প্রস্তাবে রাজি হয়। গাড়ীতে উঠে বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে প্রলুদ্ধ করে যে, প্রতারকরা দুস্থ লোকদের জন্য সরকারি ত্রান সংগ্রহ করে দুস্থ লোক মাঝে বিতরণ করে। গাড়িটি কুমিল্লা শহরের ধর্মপুর এলাকায় থামিয়ে কিছু দূরে দুস্থ লোকজনদের ত্রান বিতরন করিতেছে বলে এবং মানবিক কারনে বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে সাহায্য করতে বলে। স্বর্নালংকারসহ ত্রান নিতে গেলে দিবে না বলে এবং কৌশলে মহিলা প্রতারক তার পরিহিত ভুয়া স্বর্ন অলংকার ব্যাগে রাখে এবং বিউটি রানী সূত্রধর ও তার মেয়ের পরিহিত স্বর্নের চেইন ও কানের দুল এবং মোবাইল ফোন ব্যাগের মধ্যে রাখতে বলে। স্বর্নালংকার, মোবাইল ফোন রেখে মহিলা প্রতারকের সাথে ত্রান আনতে গেলে কৌশলে মহিলা প্রতারক বিউটি রানী সূত্রধর ও তার মেয়েকে রেখে গাড়ীর কাছে এসে প্রতারক চক্র স্বর্নালংকার, মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।

উক্ত ঘটনায় বিউটি রানী সূত্রধর অজ্ঞাতনামা ৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে কোতোয়ালি মডেল থানাধীন কান্দিরপাড় ফাঁড়িতে কর্মরত এসআই বিশ্বজিৎ পাল ও এএসআই জনি দেব দাস গোপন সংবাদের ভিত্তিতে গত ৩০জুলাই তারিখ রাতে কুমিল্লা শাসনগাছা ফ্লাইওভারের নিচ থেকে প্রতারক মোঃ নাসির মিয়া ও ফাহিমা আক্তারকে তাদের ব্যবহৃত প্রাইভেটকার সহ আটক করে। আটককৃতরা হলো: ১। মোঃ নাসির মিয়া (৫৩), পিতা- মৃত মহর আলী, ২। ফাহিমা আক্তার (৩৫), পিতা- ফজর খাঁন, উভয় সাং- শিমরাইল, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। গাড়ি তল্লাশি করে মহিলাদের ব্যবহৃত ৬ টি হ্যান্ডব্যাগ, ১ জোড়া স্বর্নের কানের দুল ও ২টি স্বর্নের আংটি উদ্ধার করতে সক্ষম হয়।

প্রতারক চক্র গ্রেফতার ঘটনার সংবাদ পেয়ে বিউটি রানী সূত্রধর আসামীদ্বয়কে ও গাড়ীকে সনাক্ত করে।

উক্ত প্রতারকদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার ,এফআইআর নং-১১৩, তারিখ- ৩০ জুলাই, ২০২৩; ধারা- ৪০৬/৪২০/৩৪ পেনাল কোডে মামলা রুজু করা হয়।