ঢাকা ১১:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুরে নারী কেলেঙ্কারীর অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, স্কুলে তালা

নারী কেলেঙ্কারি, শিক্ষক কর্মচারীদের সাথে অসভনীয় আচরনের অভিযোগে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসরণের দাবীতে প্রতিষ্ঠানে তালাবন্দি করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

গতকাল রবিবার (৩০ জুলাই) সকালে স্কুল চলাকালিনসময় এঘটনাটি ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় স্কুল গেটের তালা খুলে দেয়া হয়। এর পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধ্যে বিভিন্ন অপরাধের আনিত অভিযোগ এনে অফিস কক্ষে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে সমাধানের চেষ্টা বৈঠক বসানো হয়।

বৈঠকে সঠিক সমাধান না হওয়ায় পরবর্তিতে আগামি বৃহস্পতিবার আবারো বসার সিন্ধান্ত নেয় সংশ্লিষ্টরা। এদিকে এমন ঘটনাকে কেন্দ্রকরে স্থানীয়দের মাঝে দেখা দেয় নানা সমালোচনা।

অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক শাহজাহান আলী তার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের স্ত্রীর সাথে প্রায় দিন দেখা করতেন এবং অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে সবার অগোচরে প্রধান শিক্ষক শাহজাহান আলী শিক্ষক হারুন মাস্টারের বাড়িতে প্রবেশ করে। এর পরে তার স্ত্রী খাদিজার ঘরে প্রবেশ করলে খাদিজার স্বামী বুঝতে পারলে সে ঘরের ভেতরে তাকে আটক করে। এর পরে প্রধান শিক্ষক তাদের কাছে মাপ চাইলে তাকে ঘর থেকে বের করে দেন।

এমন ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসির ও শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এদিকে এমন খবর পেয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত রবিবার সকালে স্কুলে এসে প্রধান শিক্ষকের অপসরণের দাবীতে স্কুলে গেইটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। এর পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করে সেই তালা খুলে দেন। পরে শিক্ষার্থীদের দাবী দাওয়া নিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং বডির সদস্যদের নিয়ে অফিস কক্ষে বসেন চেয়ারম্যান। দীর্ঘ ২ ঘন্টা ব্যাপী সমাধানের চেষ্টা চালিয়ে সমাধান করতে না পারায় চেয়ারম্যান আগামি বৃহস্পতিবার আবারও বসে সমাধানের তারিখ নির্ধারন করেন।

এদিকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হারুন আলী বলেন, আমার স্ত্রীর সাথে প্রধান শিক্ষক শাহজাহান দীর্ঘদিন রাস্তা ঘাটে ও বাড়িতে গিয়ে রাতবিরাতে বিভিন্ন কথা বলে অসছিলেন। সেই সাথে অনৈতিক প্রস্তব দিয়ে আসছিলেন। এধরনের কাজে তাকে বার বার মানা করা সত্ত্বের তিনি শোনেননি। তিনি প্রধান শিক্ষকের স্বাস্তি দাবী করেন।

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী একজন নারী লোভি, তার বয়স হয়ে গেলেও চরিত্রের পরিবর্তন হয়নি। এছাড়াও তিনি সঠিক সময়মত স্কুলে আসেন না। তিনি তার ইচ্ছেমত অফিস করেন। তিনি প্রতিদিন ব্যস্ত থাকের তার ব্যাক্তিগত পুকুরে মাছ চাষ নিয়ে। প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের কোনো খোঁজখবরও রাখেন না তিনি। স্কুলটি পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে মাসেরপর মাস নোংড়ায় পরিনত হয়ে থাকে। শিক্ষক কর্মচারীদের সাথেও করেন অসৎ আচরণ।

এবিষয়ে জানতে চাইলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, আমি মেয়েটির বাড়িতে গিয়েছি তবে অন্য কাজে। আমার বিরুদ্ধ্যে মিথ্যে অভিযোগ এনে স্কুলে তালা লাগানো হয়েছে।

এবিষয়ে অত্র জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠানে বসা হয়েছিলো। আনিত অভিযোগ তদন্তপুর্বক আগামি বৃহস্পতিবার আবারও বসার কথা আছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্গাপুরে নারী কেলেঙ্কারীর অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, স্কুলে তালা

আপডেট সময় ০৬:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

নারী কেলেঙ্কারি, শিক্ষক কর্মচারীদের সাথে অসভনীয় আচরনের অভিযোগে জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অপসরণের দাবীতে প্রতিষ্ঠানে তালাবন্দি করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

গতকাল রবিবার (৩০ জুলাই) সকালে স্কুল চলাকালিনসময় এঘটনাটি ঘটে। পরে স্থানীয় ইউপি সদস্য ও পুলিশের সহযোগিতায় স্কুল গেটের তালা খুলে দেয়া হয়। এর পরে প্রধান শিক্ষকের বিরুদ্ধ্যে বিভিন্ন অপরাধের আনিত অভিযোগ এনে অফিস কক্ষে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে সমাধানের চেষ্টা বৈঠক বসানো হয়।

বৈঠকে সঠিক সমাধান না হওয়ায় পরবর্তিতে আগামি বৃহস্পতিবার আবারো বসার সিন্ধান্ত নেয় সংশ্লিষ্টরা। এদিকে এমন ঘটনাকে কেন্দ্রকরে স্থানীয়দের মাঝে দেখা দেয় নানা সমালোচনা।

অত্র প্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষক জানান, প্রধান শিক্ষক শাহজাহান আলী তার প্রতিষ্ঠানের একজন শিক্ষকের স্ত্রীর সাথে প্রায় দিন দেখা করতেন এবং অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাড়িতে সবার অগোচরে প্রধান শিক্ষক শাহজাহান আলী শিক্ষক হারুন মাস্টারের বাড়িতে প্রবেশ করে। এর পরে তার স্ত্রী খাদিজার ঘরে প্রবেশ করলে খাদিজার স্বামী বুঝতে পারলে সে ঘরের ভেতরে তাকে আটক করে। এর পরে প্রধান শিক্ষক তাদের কাছে মাপ চাইলে তাকে ঘর থেকে বের করে দেন।

এমন ঘটনার খবর গ্রামে ছড়িয়ে পড়লে গ্রামবাসির ও শিক্ষার্থীদের মাঝে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। এদিকে এমন খবর পেয়ে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গত রবিবার সকালে স্কুলে এসে প্রধান শিক্ষকের অপসরণের দাবীতে স্কুলে গেইটে তালা লাগিয়ে বিক্ষোভ করেন। এর পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করে সেই তালা খুলে দেন। পরে শিক্ষার্থীদের দাবী দাওয়া নিয়ে প্রতিষ্ঠানের সকল শিক্ষক, কর্মচারী ও ম্যানেজিং বডির সদস্যদের নিয়ে অফিস কক্ষে বসেন চেয়ারম্যান। দীর্ঘ ২ ঘন্টা ব্যাপী সমাধানের চেষ্টা চালিয়ে সমাধান করতে না পারায় চেয়ারম্যান আগামি বৃহস্পতিবার আবারও বসে সমাধানের তারিখ নির্ধারন করেন।

এদিকে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হারুন আলী বলেন, আমার স্ত্রীর সাথে প্রধান শিক্ষক শাহজাহান দীর্ঘদিন রাস্তা ঘাটে ও বাড়িতে গিয়ে রাতবিরাতে বিভিন্ন কথা বলে অসছিলেন। সেই সাথে অনৈতিক প্রস্তব দিয়ে আসছিলেন। এধরনের কাজে তাকে বার বার মানা করা সত্ত্বের তিনি শোনেননি। তিনি প্রধান শিক্ষকের স্বাস্তি দাবী করেন।

এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করেন, জয়নগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলী একজন নারী লোভি, তার বয়স হয়ে গেলেও চরিত্রের পরিবর্তন হয়নি। এছাড়াও তিনি সঠিক সময়মত স্কুলে আসেন না। তিনি তার ইচ্ছেমত অফিস করেন। তিনি প্রতিদিন ব্যস্ত থাকের তার ব্যাক্তিগত পুকুরে মাছ চাষ নিয়ে। প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীদের কোনো খোঁজখবরও রাখেন না তিনি। স্কুলটি পরিস্কার পরিচ্ছন্নতার অভাবে মাসেরপর মাস নোংড়ায় পরিনত হয়ে থাকে। শিক্ষক কর্মচারীদের সাথেও করেন অসৎ আচরণ।

এবিষয়ে জানতে চাইলে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শাহজাহান আলী বলেন, আমি মেয়েটির বাড়িতে গিয়েছি তবে অন্য কাজে। আমার বিরুদ্ধ্যে মিথ্যে অভিযোগ এনে স্কুলে তালা লাগানো হয়েছে।

এবিষয়ে অত্র জয়নগর ইউনিয়ন চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বিষয়টি সমাধানের জন্য প্রতিষ্ঠানে বসা হয়েছিলো। আনিত অভিযোগ তদন্তপুর্বক আগামি বৃহস্পতিবার আবারও বসার কথা আছে।