ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ভৈরবে ট্রাকে করে পাচারের সময় ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকে করে পাচারের সময় ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ মোঃ আশিকুল ইসলাম (২৮) ও মোঃ ফিরোজ হাওলাদার (৩১) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

সোমবার (৩১ জুলাই) ভৈরবের নাটালের মোড় এলাকায় ট্রাকটিতে তল্লাসি চালিয়ে এসব গাঁজা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গাঁজা ও ফেনসিডিলসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মোঃ আশিকুল ইসলাম (২৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার থানার ইউসুফ আলীর ছেলে এবং মোঃ ফিরোজ হাওলাদার (৩১) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এই অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ জুলাই) রাত অনুমান ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরবের নাটালের মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ট্রাক আটক করে সেটিতে তল্লাসি চালিয়ে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ী মোঃ আশিকুল ইসলাম ও মোঃ ফিরোজ হাওলাদারকে আটক ও ট্রাকটি আটক করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকব্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভৈরবে ট্রাকে করে পাচারের সময় ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

আপডেট সময় ০১:৫৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ৩১ জুলাই ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে ট্রাকে করে পাচারের সময় ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিলসহ মোঃ আশিকুল ইসলাম (২৮) ও মোঃ ফিরোজ হাওলাদার (৩১) নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।

সোমবার (৩১ জুলাই) ভৈরবের নাটালের মোড় এলাকায় ট্রাকটিতে তল্লাসি চালিয়ে এসব গাঁজা উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

গাঁজা ও ফেনসিডিলসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে মোঃ আশিকুল ইসলাম (২৮) কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়ার থানার ইউসুফ আলীর ছেলে এবং মোঃ ফিরোজ হাওলাদার (৩১) ভোলা জেলার দক্ষিণ আইচা থানার দক্ষিণ চর আইচা গ্রামের আবুল কাশেম হাওলাদারের ছেলে।

র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প এর স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী এই অভিযানে নেতৃত্ব দেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ জুলাই) রাত অনুমান ১১টার দিকে সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল ভৈরবের নাটালের মোড় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানে একটি ট্রাক আটক করে সেটিতে তল্লাসি চালিয়ে ১০৩ কেজি গাঁজা ও ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় দুই মাদক ব্যবসায়ী মোঃ আশিকুল ইসলাম ও মোঃ ফিরোজ হাওলাদারকে আটক ও ট্রাকটি আটক করে জব্দ করা হয়।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাঁজাসহ আটক হওয়া দুই মাদক ব্যবসায়ী জানায়, তারা দীর্ঘদিন যাবৎ হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করে আসছিল।

উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকব্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ও বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।