ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কালকিনিতে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় গ্রেফতার ৪

জমিজমা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনিতে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ জুলাই) দুপুরে কালকিনি থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হক।

আটকৃতরা হলো কালকিনির দক্ষিন জনারদন্দী গ্রামের মৃত আলতাজুদ্দিন হাওলাদারের ছেলে সবুর হাওলাদার (৪৯),সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম(৪১) ও তাদের দুই ছেলে আসলিম হাওলাদার(২২) এবং আসলাম হাওলাদার(১৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।এরই জের ধরে শনিবার বিকেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই কবির হাওলাদারকে(৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আপন ছোট ভাই সবুর হাওলাদার ও তার ছেলেরা।

পরে স্থানীয়রা এগিয়ে এসে কবির হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।পরে পুলিশের তৎপরতায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সকল আসামীকে গ্রেফতার করা হয়।এদের মধ্যে দুইজনকে মাদারীপুরের মস্তফাপুর হতে এবং বাকি দুইজনকে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করা হয়।আসামীদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামত সহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হক,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান,তদন্ত ওসি মারগুব তৌহিদ সহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনায় গ্রেফতার ৪

আপডেট সময় ০৪:০১:৪৫ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩

জমিজমা নিয়ে বিরোধের জেরে মাদারীপুরের কালকিনিতে আপন ছোট ভাইয়ের হাতে বড় ভাই নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে একই পরিবারের ৪ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (৩০ জুলাই) দুপুরে কালকিনি থানায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হক।

আটকৃতরা হলো কালকিনির দক্ষিন জনারদন্দী গ্রামের মৃত আলতাজুদ্দিন হাওলাদারের ছেলে সবুর হাওলাদার (৪৯),সবুর হাওলাদারের স্ত্রী লিপি বেগম(৪১) ও তাদের দুই ছেলে আসলিম হাওলাদার(২২) এবং আসলাম হাওলাদার(১৯)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে আপন দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল।এরই জের ধরে শনিবার বিকেলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে বড় ভাই কবির হাওলাদারকে(৬৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে আপন ছোট ভাই সবুর হাওলাদার ও তার ছেলেরা।

পরে স্থানীয়রা এগিয়ে এসে কবির হাওলাদারকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ছেলে ফরিদ হাওলাদার বাদী হয়ে ৪ জনকে আসামী করে কালকিনি থানায় একটি হত্যা মামলা দায়ের করে।পরে পুলিশের তৎপরতায় ঘটনার ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সকল আসামীকে গ্রেফতার করা হয়।এদের মধ্যে দুইজনকে মাদারীপুরের মস্তফাপুর হতে এবং বাকি দুইজনকে ঢাকার কেরানীগঞ্জ হতে গ্রেফতার করা হয়।আসামীদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহৃত একটি সেভেন গিয়ার চাকু উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত আলামত সহ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আলাউল হক,কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান,তদন্ত ওসি মারগুব তৌহিদ সহ অন্যান্য পুলিশ সদস্য ও সাংবাদিকবৃন্দ।