ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর : ধাওয়া পাল্টাধাওয়া : ককটেল রিস্ফোরণ

রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিম উদ্দিনের হলি ল্যাবের গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা, আজ শনিবার সকাল ১০ টার পর বিএনপির নেতা-কর্মীরা উত্তরার বিএনএস সেন্টারের রাস্তার পূর্ব পাশে এবং সামনে তাঁদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা বিভিন্ন গলিতে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন। সেখান থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের চেষ্টায় মিছিলকারীরা।

হলি ল্যাব গলির স্থানীয় দোকানদার মো. নাসির উদ্দিন জানান, শনিবার সকালে এই গলিতে লোকজনের ভিড় দেখেই আমরা দোকানপাট বন্ধ করে দিয়েছি। পরে এসে শুনতে পেরেছি পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। মারামারি- ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ডিএমপি উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সাংবাদিকদের জানান, ‘আমরা টহল ডিউটি করছিলাম। হলি ল্যাব গলিতে আসামাত্রই বিএনপির নেতা-কর্মীরা আমাদের লক্ষ করে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে শুরু করে। পরে তারা ককটেল ফাঁটিয়ে ধোঁয়ায় অন্ধকার করে ফেলে। এরপর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআই আল আমিন আরো জানান, আমি সামনে থেকে ২০-৩০ জন বিএনপি নেতা-কর্মীকে দেখেছি। কিন্তু চারপাশে আরও নেতা-কর্মী ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, আমাদের পুলিশের টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিছিলকারী যে যার মতো দৌঁড়ে পালিয়ে গেছে।

এবিষয়ে সবশেষ জানতে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীনের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কল করলে ও তিনি কল রিসিভ করেননি। সে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুর : ধাওয়া পাল্টাধাওয়া : ককটেল রিস্ফোরণ

আপডেট সময় ০৭:০৪:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩

রাজধানীর উত্তরায় পুলিশের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে, এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। পরে খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দ্রুত ঘটনাস্হলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ডিএমপির উত্তরা পূর্ব থানার উত্তরা ৪ নম্বর সেক্টরের জসিম উদ্দিনের হলি ল্যাবের গলিতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানা, আজ শনিবার সকাল ১০ টার পর বিএনপির নেতা-কর্মীরা উত্তরার বিএনএস সেন্টারের রাস্তার পূর্ব পাশে এবং সামনে তাঁদের পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি পালন করতে না পেরে ছত্রভঙ্গ হয়ে যান। তাঁরা বিভিন্ন গলিতে হঠাৎ জড়ো হয়ে বিক্ষোভ মিছিলের চেষ্টা করেন। সেখান থেকে পুলিশের গাড়িতে হামলা ও ভাংচুরের চেষ্টায় মিছিলকারীরা।

হলি ল্যাব গলির স্থানীয় দোকানদার মো. নাসির উদ্দিন জানান, শনিবার সকালে এই গলিতে লোকজনের ভিড় দেখেই আমরা দোকানপাট বন্ধ করে দিয়েছি। পরে এসে শুনতে পেরেছি পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়েছে। মারামারি- ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ভাংচুর করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে থাকা ডিএমপি উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন সাংবাদিকদের জানান, ‘আমরা টহল ডিউটি করছিলাম। হলি ল্যাব গলিতে আসামাত্রই বিএনপির নেতা-কর্মীরা আমাদের লক্ষ করে পুলিশের গাড়িকে লক্ষ্য করে ইট-পাটকেল মারতে শুরু করে। পরে তারা ককটেল ফাঁটিয়ে ধোঁয়ায় অন্ধকার করে ফেলে। এরপর অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এসআই আল আমিন আরো জানান, আমি সামনে থেকে ২০-৩০ জন বিএনপি নেতা-কর্মীকে দেখেছি। কিন্তু চারপাশে আরও নেতা-কর্মী ছিলেন। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে, আমাদের পুলিশের টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। মিছিলকারী যে যার মতো দৌঁড়ে পালিয়ে গেছে।

এবিষয়ে সবশেষ জানতে উত্তরা পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাসির উদ্দীনের সরকারি মোবাইল নাম্বারে একাধিকবার কল করলে ও তিনি কল রিসিভ করেননি। সে কারণে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।