চুয়াডাঙ্গা জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আবারও বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ জুলাই) এক আদেশের মাধ্যমে জেলার দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানার তিন ওসিকে একসঙ্গে বদলি ও সংযুক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার চুয়াডাঙ্গার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ্ আল-মামুন স্বাক্ষরিত এক আফিস আদেশে তাদের বদলি করা হয়।
এর মধ্যে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক আলমগীর কবীর। এর আগে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে ডিআইওয়ান হিসেবে দায়িত্বে ছিলেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ পরিদর্শক বিপ্লব কুমার সাহা। তিনি চুয়াডাঙ্গা কোর্ট পুলিশের পরিদর্শক ছিলেন।
জীববনগর থানার ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন ওসি বদলি এসএম জাবীদ হাসান। তিনি এর আগে কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছিলেন।
শিগগিরই নতুন কর্মস্থলে যোগদান করবেন তারা। এদিকে দামুড়হুদা মডেল থানার ওসি সাইফুল ইসলাম, দর্শনা থানার ওসি ফেরদৌস ওয়াহিদকে চুয়াডাঙ্গা গোয়েন্দা বিভাগের ডিবির ওসি হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে। জীববনগর থানার ওসি নাসির উদ্দীন মৃধাকে গোয়েন্দা বিভাগে সংযুক্ত করা হয়েছে।