ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে আলোচিত ফুটবল খেলার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ব্যাক্তি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আলোচিত ফুটবল খেলার উল্লাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শুটকি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সেলিম মিয়ার বড় ভাই মোঃ নবী হোসেন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন। অপর দিকে প্রতিপক্ষের লোকজন পুলিশী গ্রেফতার এড়াতে বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত মোঃ সেলিম মিয়া (৩২) এর মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার বিকাল ৫ টায় গ্রামের বাড়িতে নিয়ে আসে। এ সময় মা সহ স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে। পর সন্ধ্যা ৭ টায় স্থানীয় ঈদগাঁ মাঠে জানাজা শেষে শরীফনগর জামে মসজিদ পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই মামলায় আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এবায়দুর রহমান রাসেল কে প্রধান আসামী করে ১৪ জন এজাহার ভূক্ত ও ৮/১০ কে অঙ্গাত করে হত্যা মামলা দায়ের করে। উল্লেখ্য, আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে তমি ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। গত শনিবার ছিল দুটি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে সেলিম মিয়া (৩২) চিৎকার দিয়ে গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খেলার লাইছম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রনি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালানো হয়। হামলায় সেলিম মিয়া গুরুতর আহত হয়। আশংঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করে। মরদেহের মাথা, নাক ,ঘার ও দেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজমিরীগঞ্জে আলোচিত ফুটবল খেলার কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় ১ব্যাক্তি নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

আপডেট সময় ০৪:০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আলোচিত ফুটবল খেলার উল্লাসকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় শুটকি ব্যবসায়ী নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত সেলিম মিয়ার বড় ভাই মোঃ নবী হোসেন বাদি হয়ে এই মামলাটি দায়ের করেছেন। অপর দিকে প্রতিপক্ষের লোকজন পুলিশী গ্রেফতার এড়াতে বাড়িঘর পুরুষশূন্য হয়ে পড়েছে। তারা বিভিন্ন স্থানে আত্মগোপন করেছে। এদিকে সংঘর্ষের ঘটনায় নিহত মোঃ সেলিম মিয়া (৩২) এর মরদেহ ময়নাতদন্ত শেষে গতকাল রবিবার বিকাল ৫ টায় গ্রামের বাড়িতে নিয়ে আসে। এ সময় মা সহ স্বজনদের আহাজারিতে আশপাশের পরিবেশ ভারি হয়ে উঠে। পর সন্ধ্যা ৭ টায় স্থানীয় ঈদগাঁ মাঠে জানাজা শেষে শরীফনগর জামে মসজিদ পাশে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ওই মামলায় আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ এবায়দুর রহমান রাসেল কে প্রধান আসামী করে ১৪ জন এজাহার ভূক্ত ও ৮/১০ কে অঙ্গাত করে হত্যা মামলা দায়ের করে। উল্লেখ্য, আজমিরীগঞ্জ পৌরসভাধীন গরুর বাজার মাঠে স্থানীয় পর্যায়ে তমি ফুটবল টুর্নামেন্টের প্রতিযোগিতা মূলক ফুটবল খেলার আয়োজন করা হয়। বেশকিছু দিন ধরে ওই খেলা চলছিল। গত শনিবার ছিল দুটি গ্রুপের মধ্যে ফাইনাল খেলা। খেলার শেষের দিকে ট্রাইবেকার একপক্ষ অপরপক্ষকে গোল দেয়ার এক পর্যায়ে সেলিম মিয়া (৩২) চিৎকার দিয়ে গোল সমর্থন করে মাঠের ভিতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় খেলার লাইছম্যানের দ্বায়িত্বে থাকা একই এলাকার বাসিন্দা মৃত- আলাউদ্দিন মিয়ার পুত্র রনি মিয়া খেলার মাঠে প্রবেশে বাঁধা প্রদান করে। এ নিয়ে উভয়ের মধ্যে বাক-বিতন্ডা বাঁধে। এক পর্যায়ে দর্শক সেলিম মিয়ার উপর হামলা চালানো হয়। হামলায় সেলিম মিয়া গুরুতর আহত হয়। আশংঙ্কাজনক অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল প্রস্তুত করে। মরদেহের মাথা, নাক ,ঘার ও দেহের বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।