ঢাকা ০৭:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

দেশসেরা চিত্রশিল্পী হতে চায় শ্রীমঙ্গলের ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রী কমু

দেবাঞ্জনা পাল কমু(১৩)।৭ম শ্রেণীতে পড়ুয়া এই বালিকা ২০০ অধিক দৃষ্টিনন্দন চিত্রকর্ম অংকন করে এলাকায়, শিল্পমনাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনিত হয়েছেন,লাভ করেছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক পদক ও পুরস্কার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুরের চপল কৃষ্ণ পালের দ্বিতীয় কন্যা কমু পড়াশোনা করেন উপজেলার সেইন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে।

থানীয় ও জাতীয় পর্যায়ে যেকোনো সাংস্কৃতিক কিংবা চিত্রাংকন প্রতিযোগিতা হলে সেখানে সে অংশগ্রহন করে বেশিরভাগই সময় সে ১মস্থান অধিকার করে থাকেন।

আবহমান বাংলার গ্রাম-প্রকৃতি,জীবনের আনন্দ-বেদনা,জীববৈচিত্র,মুক্তিযোদ্ধ, ভাষা আন্দোলন ও বিভিন্ন মনীষীসহ নানান বিষয়ের প্রতিকৃতি ফুটে উঠছে তার অঙ্কিত চিত্রকর্মে।

তার দক্ষতা ও শিল্পগুণ দেখে এলাকার খুদে বাচ্চারাও তার কাছে ছবি আকা শিখতে আসছে,ছবি আকার উপর চারুলতা নামে একটি কোচিং সেন্টারও ইতোমধ্যে তার পিতার সহায়তায় গড়েছেন তুলেছেন।

প্রতি শুক্রবার সেখানে সে ১৫-২০ জন শিশুকে প্রাথমিক পর্যায়ের ছবি আকা শেখায় তার পিতা চপল কৃষ্ণ পাল জানান,আমার মা শেফালী পাল অর্থাৎ তার দাদীর কাছ থেকে সে অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়ে ছোটবেলা থেকে তার এ কাজে হাতেখড়ি।

সে সেহেতু পড়াশোনায় ক্লাসে প্রথম তাই এসব চিত্রাঙ্গনে আমরা কোন বাধা না দিয়ে বরং উৎসাহ ও সহযোগিতাই করে যাচ্ছি।

শ্রীমঙ্গল শাখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: (ইউসিবিএল)এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল আজিজ রাসেল বলেন,ছবি আঁকাতে অসম্ভব দক্ষতা ও পারদর্শিতা রয়েছে মেয়েটির।

ইতোমধ্য সে চারুলতা নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তুলেছে। এক্ষেত্রে নবীন উদ্যোক্তা হিসেবে তার অভিভাবকের সম্মতিক্রমে আমরা যেকোন সহযোগিতা করতে প্রস্তুত আছি।

বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান ও জয়নুল আবেদীনের মত সেও দেশ সেরা চিত্রশিল্পী হয়ে চায়,পড়াশুনা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ও বিদেশেও।

কমু আরো জানায়,আর্থিক সংকটের কারণে সে তার নব্যপ্রতিষ্ঠিত চারুলতা একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, এক্ষেত্রে সরকারী প্রনোদনাও প্রত্যাশা করছেন সে।

এদিকে মৌলভীবাজার জেলার সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা ও শ্রীমঙ্গল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদ আক্তার এই শিশু চিত্র শিল্পীকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশসেরা চিত্রশিল্পী হতে চায় শ্রীমঙ্গলের ৭ম শ্রেণি পড়ুয়া ছাত্রী কমু

আপডেট সময় ১১:২৪:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩

দেবাঞ্জনা পাল কমু(১৩)।৭ম শ্রেণীতে পড়ুয়া এই বালিকা ২০০ অধিক দৃষ্টিনন্দন চিত্রকর্ম অংকন করে এলাকায়, শিল্পমনাদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিনিত হয়েছেন,লাভ করেছেন জাতীয় ও স্থানীয় পর্যায়ে একাধিক পদক ও পুরস্কার।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার দক্ষিণ উত্তরসুরের চপল কৃষ্ণ পালের দ্বিতীয় কন্যা কমু পড়াশোনা করেন উপজেলার সেইন্ট মার্থাস উচ্চ বিদ্যালয়ে।

থানীয় ও জাতীয় পর্যায়ে যেকোনো সাংস্কৃতিক কিংবা চিত্রাংকন প্রতিযোগিতা হলে সেখানে সে অংশগ্রহন করে বেশিরভাগই সময় সে ১মস্থান অধিকার করে থাকেন।

আবহমান বাংলার গ্রাম-প্রকৃতি,জীবনের আনন্দ-বেদনা,জীববৈচিত্র,মুক্তিযোদ্ধ, ভাষা আন্দোলন ও বিভিন্ন মনীষীসহ নানান বিষয়ের প্রতিকৃতি ফুটে উঠছে তার অঙ্কিত চিত্রকর্মে।

তার দক্ষতা ও শিল্পগুণ দেখে এলাকার খুদে বাচ্চারাও তার কাছে ছবি আকা শিখতে আসছে,ছবি আকার উপর চারুলতা নামে একটি কোচিং সেন্টারও ইতোমধ্যে তার পিতার সহায়তায় গড়েছেন তুলেছেন।

প্রতি শুক্রবার সেখানে সে ১৫-২০ জন শিশুকে প্রাথমিক পর্যায়ের ছবি আকা শেখায় তার পিতা চপল কৃষ্ণ পাল জানান,আমার মা শেফালী পাল অর্থাৎ তার দাদীর কাছ থেকে সে অনুপ্রেরণা ও সহযোগিতা পেয়ে ছোটবেলা থেকে তার এ কাজে হাতেখড়ি।

সে সেহেতু পড়াশোনায় ক্লাসে প্রথম তাই এসব চিত্রাঙ্গনে আমরা কোন বাধা না দিয়ে বরং উৎসাহ ও সহযোগিতাই করে যাচ্ছি।

শ্রীমঙ্গল শাখার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লি: (ইউসিবিএল)এর অপারেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল আজিজ রাসেল বলেন,ছবি আঁকাতে অসম্ভব দক্ষতা ও পারদর্শিতা রয়েছে মেয়েটির।

ইতোমধ্য সে চারুলতা নামে একটি প্রশিক্ষণ কেন্দ্রও গড়ে তুলেছে। এক্ষেত্রে নবীন উদ্যোক্তা হিসেবে তার অভিভাবকের সম্মতিক্রমে আমরা যেকোন সহযোগিতা করতে প্রস্তুত আছি।

বিখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান ও জয়নুল আবেদীনের মত সেও দেশ সেরা চিত্রশিল্পী হয়ে চায়,পড়াশুনা করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে ও বিদেশেও।

কমু আরো জানায়,আর্থিক সংকটের কারণে সে তার নব্যপ্রতিষ্ঠিত চারুলতা একাডেমিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছেন না, এক্ষেত্রে সরকারী প্রনোদনাও প্রত্যাশা করছেন সে।

এদিকে মৌলভীবাজার জেলার সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা জ্যোতি সিনহা ও শ্রীমঙ্গল উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদ আক্তার এই শিশু চিত্র শিল্পীকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।