ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ার ধুনটে কৃষকের সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক মশিউর রহমান

বগুড়ার ধুনটে কৃষককে প্রতারণার ফাঁদে ফেলে ব্যবসায়িক পাটনারের কথা বলে সাড়ে ১২,লক্ষ টাকা নিয়ে পালানোনোর অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। নাম মশিউর রহমান (৩৪)। তিনি উপজেলার  নিমগাছি  ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, মশিউর রহমান নিজেকে একটি কসমেটিক কোম্পানির বড় ডিলার হিসেবে দাবি করতেন। তাহার মাধ্যমে উত্তরবঙ্গের সকল ডিলারদের কসমেটিক কোম্পানির পণ্য বিক্রি হয়। ব্যবসায়িক পাটনার করার কথা বলে পার্শ্ববর্তী নান্দিয়ার পাড়া গ্রামের নবীর উদ্দিন সাকিদারের ছেলে ফজলুল হকের কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা নেয় প্রতারক মশিউর রহমান। সে আরও প্রায় ৭ থেকে ৮ জনের কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বলে অভিযোগ রয়েছে। পতারণা করে টাকা হাতিয়ে নেয়ার পর সে পলাতক রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

প্রতারক মশিউর রহমান নান্দিয়ার পাড়া গ্রামের কৃষক ফজলুল হককে ধুনট অগ্রণী ব্যাংক লিমিটেড  SB – AC 2737500, DATE 07022023 ৭ লক্ষ টাকার একটি চেক ও SB-AC 2737499 DATE 02082023 ৫লক্ষ ৫০হাজার টাকার একটি চেক দেন। কিন্তু মশিউর রহমানের ব্যাংকে কোন টাকা না থাকায় কৃষক ফজলুল হক গত ২৬-০৪-২০২৩ইং তারিখে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী থানা আমলী আদালত সি/২০২৩/গাবতলী মোকদ্দমার নং১৫৩ ও  জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধুনট থানা আমলী আদালত সি ২০২৩/ ধুনট মোকদ্দমার ৭৯ দুইটি ব্যাংকের চেক টাকা আদায়ের মামলা দায়ের করে। গত ২০/০৪/২০২৩ তারিখ নিমিত্তে ৩০ দিনে সময় দিয়ে আইনজীবীর সহযোগিতায় আদালতের মাধ্যমে নিগ্যাল নোটিশ প্রধান করেন। এ বিষয়ে বগুড়া জজ কোর্টের এ্যাডভোকেট আতিকুর রহমান ইসলাম জানান চেক জালিয়াতির বিষয়ে আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ার ধুনটে কৃষকের সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে উধাও প্রতারক মশিউর রহমান

আপডেট সময় ০২:০৪:০৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩

বগুড়ার ধুনটে কৃষককে প্রতারণার ফাঁদে ফেলে ব্যবসায়িক পাটনারের কথা বলে সাড়ে ১২,লক্ষ টাকা নিয়ে পালানোনোর অভিযোগ উঠেছে এক প্রতারকের বিরুদ্ধে। নাম মশিউর রহমান (৩৪)। তিনি উপজেলার  নিমগাছি  ইউনিয়নের ধামাচামা গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, মশিউর রহমান নিজেকে একটি কসমেটিক কোম্পানির বড় ডিলার হিসেবে দাবি করতেন। তাহার মাধ্যমে উত্তরবঙ্গের সকল ডিলারদের কসমেটিক কোম্পানির পণ্য বিক্রি হয়। ব্যবসায়িক পাটনার করার কথা বলে পার্শ্ববর্তী নান্দিয়ার পাড়া গ্রামের নবীর উদ্দিন সাকিদারের ছেলে ফজলুল হকের কাছ থেকে সাড়ে ১২ লক্ষ টাকা নেয় প্রতারক মশিউর রহমান। সে আরও প্রায় ৭ থেকে ৮ জনের কাছ থেকে প্রায় ২০ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বলে অভিযোগ রয়েছে। পতারণা করে টাকা হাতিয়ে নেয়ার পর সে পলাতক রয়েছে বলে স্থানীয় সুত্রে জানা যায়।

প্রতারক মশিউর রহমান নান্দিয়ার পাড়া গ্রামের কৃষক ফজলুল হককে ধুনট অগ্রণী ব্যাংক লিমিটেড  SB – AC 2737500, DATE 07022023 ৭ লক্ষ টাকার একটি চেক ও SB-AC 2737499 DATE 02082023 ৫লক্ষ ৫০হাজার টাকার একটি চেক দেন। কিন্তু মশিউর রহমানের ব্যাংকে কোন টাকা না থাকায় কৃষক ফজলুল হক গত ২৬-০৪-২০২৩ইং তারিখে জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গাবতলী থানা আমলী আদালত সি/২০২৩/গাবতলী মোকদ্দমার নং১৫৩ ও  জেলা বগুড়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ধুনট থানা আমলী আদালত সি ২০২৩/ ধুনট মোকদ্দমার ৭৯ দুইটি ব্যাংকের চেক টাকা আদায়ের মামলা দায়ের করে। গত ২০/০৪/২০২৩ তারিখ নিমিত্তে ৩০ দিনে সময় দিয়ে আইনজীবীর সহযোগিতায় আদালতের মাধ্যমে নিগ্যাল নোটিশ প্রধান করেন। এ বিষয়ে বগুড়া জজ কোর্টের এ্যাডভোকেট আতিকুর রহমান ইসলাম জানান চেক জালিয়াতির বিষয়ে আদালতে দুটি মামলা দায়ের করা হয়েছে। মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে না পাওয়ায় তার মন্তব্য দেওয়া সম্ভব হয়নি।