ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী আইনজীবীসহ নিহত-২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীসহ দু’জন নিহত এবং একজন সহকারী আইনজীবী আহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসচালকসহ বাসটি জব্দ এবং সিএনজি অটোরিকশাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম পারভীন সুলতানা (৫৯) ও মোছা: পারভিন বেগম (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ভাতিজা সহকারী আইনজীবী সাখাওয়াত হোসেন হিমেল (৪২)। এদের মধ্যে যাত্রাবাড়ীতে লাভলী পরিবহনের বাসের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী আইনজীবী পারভীন সুলতানা এবং ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যান পারভিন বেগম (৬০)।

পুলিশ সূত্র বলছে, নিহত পারভীন সূত্রাপুর থানার মোহনদাস মোহন লেনের কাগজীটোলায় মৃত আবুল হোসেনের কন্যা। সে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক বাসচালক মাহমুদুর রহমান (২৩)কে পুলিশ আটক করেছে এবং বাসটি জব্দ করেছে।

এছাড়া নিহত পারভীন আক্তার গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মৃত শহীদ মিয়ার স্ত্রী তিনি বর্তমানে রাজধানীর ২৮৭/২ পূর্ব রামপুরা বউ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো পারভীন।

আজ রোববার দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচচু মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে যাত্রাবাড়ী থানার কুতুবখালী ও পূর্ব রামপুরার বউ বাজার এলাকায় পৃথক এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

অপরদিকে, আজ দুপুরে ডিএমপি নিহত আইনজীবী পারভীনের ভাই ফরিদের বরাত দিয়ে যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, আমার বোন পারভীন সুলতানা তার সহকর্মী আইনজীবী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)কে নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আজ দুপুর পৌনে ১টায় আইনজীবী পারভিন সুলতানাকে  মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত আইনজীবী হিমেল জানান, নিজেদের জমি সংক্রান্ত একটি মামলার ব্যাপারে আজ রোববার সকালে তারা (ফুপু-ভাতিজা) দুই জন মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লাওয়ারের ওঠার কিছু আগে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

ডিএমপি যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেটে সড়ক দুর্ঘটনায় একজন নারী আইনজীবী মারা গেছেন এবং তার সহকর্মী আহত হয়েছেন।

তিনি জানান বিস্তারিত জানার চেষ্টা চলছে।  ঘটনার পরপরই ঘাতক লাভলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক মাহমুদুর রহমান (২২) কে আটক করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে ডিএমপি রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা: পারভিন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

তিনি জানান, রাজধানীর ২৮৭/২ পূর্ব রামপুরা বউ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মৃত শহীদ মিয়ার স্ত্রী তিনি। এই ঘটনায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার নাম জানা যায়নি।

নিহতের পুত্রবধূ জেসমিন বলেন, আজ সকালে বাসা থেকে বাজার করার জন্য বের হয়েছিলেন আমার শাশুড়ি। রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর পৌনে তিনটার দিকে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই জনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী আইনজীবীসহ নিহত-২

আপডেট সময় ০৭:১৮:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় সুপ্রিম কোর্টের একজন আইনজীবীসহ দু’জন নিহত এবং একজন সহকারী আইনজীবী আহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসচালকসহ বাসটি জব্দ এবং সিএনজি অটোরিকশাকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, নিহতের নাম পারভীন সুলতানা (৫৯) ও মোছা: পারভিন বেগম (৬০)। এ ঘটনায় আহত হয়েছেন পারভীনের ভাতিজা সহকারী আইনজীবী সাখাওয়াত হোসেন হিমেল (৪২)। এদের মধ্যে যাত্রাবাড়ীতে লাভলী পরিবহনের বাসের ধাক্কায় মারা যান মোটরসাইকেল আরোহী আইনজীবী পারভীন সুলতানা এবং ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মারা যান পারভিন বেগম (৬০)।

পুলিশ সূত্র বলছে, নিহত পারভীন সূত্রাপুর থানার মোহনদাস মোহন লেনের কাগজীটোলায় মৃত আবুল হোসেনের কন্যা। সে সুপ্রিম কোর্টের একজন আইনজীবী হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ঘাতক বাসচালক মাহমুদুর রহমান (২৩)কে পুলিশ আটক করেছে এবং বাসটি জব্দ করেছে।

এছাড়া নিহত পারভীন আক্তার গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মৃত শহীদ মিয়ার স্ত্রী তিনি বর্তমানে রাজধানীর ২৮৭/২ পূর্ব রামপুরা বউ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতো পারভীন।

আজ রোববার দুপুরে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচচু মিয়া হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকালে যাত্রাবাড়ী থানার কুতুবখালী ও পূর্ব রামপুরার বউ বাজার এলাকায় পৃথক এসব সড়ক দুর্ঘটনা ঘটে।

অপরদিকে, আজ দুপুরে ডিএমপি নিহত আইনজীবী পারভীনের ভাই ফরিদের বরাত দিয়ে যাত্রাবাড়ি থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান জানান, আমার বোন পারভীন সুলতানা তার সহকর্মী আইনজীবী সাখাওয়াত হোসেন হিমেল (৪১)কে নিয়ে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ফিরছিলেন। পথে যাত্রাবাড়ী থানার কুতুবখালী এলাকায় দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এসময় ছিটকে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর আজ দুপুর পৌনে ১টায় আইনজীবী পারভিন সুলতানাকে  মৃত ঘোষণা করেন।

হাসপাতালে আহত আইনজীবী হিমেল জানান, নিজেদের জমি সংক্রান্ত একটি মামলার ব্যাপারে আজ রোববার সকালে তারা (ফুপু-ভাতিজা) দুই জন মোটরসাইকেলযোগে নারায়ণগঞ্জ জজ কোর্টে যান। কাজ শেষে বাসায় ফেরার পথে যাত্রাবাড়ী কুতুবখালীতে হানিফ ফ্লাওয়ারের ওঠার কিছু আগে একটি বাস তাদের বহনকারী মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনাটি ঘটে।

ডিএমপি যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রশান্ত বালা জানান, যাত্রাবাড়ী থানার কুতুবখালী পকেট গেটে সড়ক দুর্ঘটনায় একজন নারী আইনজীবী মারা গেছেন এবং তার সহকর্মী আহত হয়েছেন।

তিনি জানান বিস্তারিত জানার চেষ্টা চলছে।  ঘটনার পরপরই ঘাতক লাভলী পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে এবং চালক মাহমুদুর রহমান (২২) কে আটক করা হয়েছে।

এদিকে, আজ দুপুরে ডিএমপি রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো: কামরুল ইসলাম জানান, রোববার সকাল ১০টার দিকে রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজার এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোছা: পারভিন বেগম (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

তিনি জানান, রাজধানীর ২৮৭/২ পূর্ব রামপুরা বউ বাজার এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। গোপালগঞ্জ জেলার মোকসেদপুর থানার মৃত শহীদ মিয়ার স্ত্রী তিনি। এই ঘটনায় অটোরিকশাচালককে আটক করা হয়েছে। তাৎক্ষণিক ভাবে তার নাম জানা যায়নি।

নিহতের পুত্রবধূ জেসমিন বলেন, আজ সকালে বাসা থেকে বাজার করার জন্য বের হয়েছিলেন আমার শাশুড়ি। রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দিলে গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর পৌনে তিনটার দিকে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য নিহত দুই জনের মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা আছে। এ বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এব্যাপারে সংশ্লিষ্ট থানা পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করেছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।