ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে তছনছ ঝালোরচর বাজার

জামালপুরের দেওয়ানগঞ্জের ঝালোরচর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে মসজিদ, হাফেজিয়া মাদরাসা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ শত শত ঘর-বাড়ি। কয়েক দিনের তীব্র ভাঙনে ইতিমধ্যে ১০-১৫টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৫ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝালোরচর বাজারের পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝালোরচর বাজারে অবস্থিত কয়েকটি দোকান নদীগর্ভে চলে গেছে। রবিবার সকালেও কয়েকটি দোকান নদীতে চলে যায়। এতে হুমকির মুখে আছে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক, ঝালোরচর বাজার, একটি হাফেজিয়া মাদরাসা, মসজিদ এবং ৩০০ পরিবার। ইতিমধ্যে কয়েক দিনে ১৫টি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান সইম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, নদীভাঙনে দরিদ্র অসহায় অনেকগুলো পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে চলে গেছে। হুমকির ভেতর আছে দেওয়ানগঞ্জ সানানবাড়ি সড়ক, ঝালোরচর বাজারসহ মাদরাসা মসজিদ। তার দাবি, অনতিবিলম্বে যদি জিওব্যাগ ফেলা না হয় এই অঞ্চলের অস্তিত্ব থাকবে না।

ঝালোরচর বাজারের ডেকোরেশন ব্যবসায়ী কামরুল হাসান বলেন, চার বছর ধরে এই স্থানটিতে ভাঙন অব্যাহত থাকলেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন, আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করানো হয়েছে। আমি নিজেও পরিদর্শনে যাব।

উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছি এবং আমি নিজেও সেখানে যাব। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

ব্রহ্মপুত্রের তীব্র ভাঙনে তছনছ ঝালোরচর বাজার

আপডেট সময় ০৪:৫২:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জের ঝালোরচর বাজার এলাকায় ব্রহ্মপুত্র নদের তীব্র ভাঙনে হুমকির মুখে পড়েছে মসজিদ, হাফেজিয়া মাদরাসা, ব্যবসাপ্রতিষ্ঠানসহ শত শত ঘর-বাড়ি। কয়েক দিনের তীব্র ভাঙনে ইতিমধ্যে ১০-১৫টি ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ভাঙন অব্যাহত থাকলেও প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভুক্তভোগীরা।

শনিবার (১৫ জুলাই) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ঝালোরচর বাজারের পশ্চিম দিকে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ভাঙন দেখা দিয়েছে। এতে ঝালোরচর বাজারে অবস্থিত কয়েকটি দোকান নদীগর্ভে চলে গেছে। রবিবার সকালেও কয়েকটি দোকান নদীতে চলে যায়। এতে হুমকির মুখে আছে দেওয়ানগঞ্জ-সানন্দবাড়ী সড়ক, ঝালোরচর বাজার, একটি হাফেজিয়া মাদরাসা, মসজিদ এবং ৩০০ পরিবার। ইতিমধ্যে কয়েক দিনে ১৫টি বসতবাড়ি নদীগর্ভে চলে গেছে।

সাবেক ইউপি চেয়ারম্যান সইম উদ্দিন কালের কণ্ঠকে বলেন, নদীভাঙনে দরিদ্র অসহায় অনেকগুলো পরিবারের ঘর-বাড়ি নদীগর্ভে চলে গেছে। হুমকির ভেতর আছে দেওয়ানগঞ্জ সানানবাড়ি সড়ক, ঝালোরচর বাজারসহ মাদরাসা মসজিদ। তার দাবি, অনতিবিলম্বে যদি জিওব্যাগ ফেলা না হয় এই অঞ্চলের অস্তিত্ব থাকবে না।

ঝালোরচর বাজারের ডেকোরেশন ব্যবসায়ী কামরুল হাসান বলেন, চার বছর ধরে এই স্থানটিতে ভাঙন অব্যাহত থাকলেও সংশ্লিষ্টরা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুন্নাহার শেফা বলেন, আমি অবগত হয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করানো হয়েছে। আমি নিজেও পরিদর্শনে যাব।

উপজেলা চেয়ারম্যান সোলায়মান হোসেন বলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে অবগত করেছি এবং আমি নিজেও সেখানে যাব। জামালপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল ইসলামের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।