ঢাকা ১২:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পায়ে হেটেই মক্কায় হজ করবেন কুমিল্লার আদিব

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২৫ বছর বয়সী যুবক আলিফ মাহমুদ আদিব। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে ঘর থেকে বের হয়েছেন পায়ে হেঁটে মক্কা গিয়ে পবিত্র হজ পালন করতে। ইতিমধ্যেই নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি। আদিব কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। পরিবারে তিন ভাই আর এক বোনের মধ্যে আলিফ সবার ছোট।

শনিবার (৮ জুলাই) দুপুরে সৌদি আরবের উদ্দেশে নিজ বাড়ি থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন তিনি। এই সময় নিজ বাড়িতে দোয়া-মোনাজাত করে পরিবারের সব সদস্য, বন্ধু ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিদায় নেয় আলিফ।

আদিব সৌদি আরব গিয়ে ২০২৪ সালের বড় হজ পালন করবেন। আর সেই হজ যাত্রায় তার সম্পূর্ণ খরচ বহন করবেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতিমধ্যেই আদিব ইন্ডিয়ান ভিসা পেয়েছেন বলে জানা যায়।

সৌদিতে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আদিব জানান ‘কুমিল্লা থেকে যাত্রা শুরু করে ঢাকা যাব। সেখান থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। পুরো পথটি পার হতে আমাকে প্রায় আট হাজার কিলোমিটার হাঁটতে হবে। এই যাত্রাতে আমাকে আর্থিক সহায়তা করবেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী।

তিনি আরো জানান, সে ছোটবেলা থেকেই ভ্রমণপিপাসু। ২০২২ সালের নভেম্বর মাসের দিকে তিনি বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে হজ করতে সৌদিতে যাবেন। তার স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। তার পাশাপাশি পুলিশ ও প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। তাছাড়া দেশবাসীর কাছে দোয়া চান যাতে আল্লাহ পাক যেন তার মনের আশা পূরণ করেন।

তবে এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান, আমি মিডিয়াতে আদিবের সম্পর্কে জানতে পেরেছি। আদিব পায়ে হেটে হজে যাবে এমন কোনো কিছুই আগে জানি নি। সে বা তার কোনো প্রতিনিধিই এই ব্যাপারে আমাদের কিছু বলে নি। তার নিজ উদ্যোগে সে যাচ্ছে।

একই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো: শামীম আলম জানান, পায়ে হেটে হজে যাবে এমন কোনো কিছুই আমি জানি না। সে তো আমাদেরকে অফিশিয়ালি কোনো কিছু জানায়নি। সে কিভাবে ভারত থেকে পাকিস্তানে যাবে, সেখান থেকে ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাবে। এই সব দেশের ভিসা কিভাবে সে পাবে?? এইখানে অনেক ব্যাপার আছে। এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা যদি এই ব্যাপারে কিছু না ই জানি তাহলে আমরা কিভাবে তাকে সহযোগিতা করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ, গ্রেপ্তার ২

পায়ে হেটেই মক্কায় হজ করবেন কুমিল্লার আদিব

আপডেট সময় ০৪:০২:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ২৫ বছর বয়সী যুবক আলিফ মাহমুদ আদিব। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নে ঘর থেকে বের হয়েছেন পায়ে হেঁটে মক্কা গিয়ে পবিত্র হজ পালন করতে। ইতিমধ্যেই নিজ বাড়ি থেকে যাত্রা শুরু করেছেন তিনি। আদিব কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের শেয়ার বাতাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। পরিবারে তিন ভাই আর এক বোনের মধ্যে আলিফ সবার ছোট।

শনিবার (৮ জুলাই) দুপুরে সৌদি আরবের উদ্দেশে নিজ বাড়ি থেকে পায়ে হাঁটার যাত্রা শুরু করেন তিনি। এই সময় নিজ বাড়িতে দোয়া-মোনাজাত করে পরিবারের সব সদস্য, বন্ধু ও আত্মীয়-স্বজনদের কাছ থেকে বিদায় নেয় আলিফ।

আদিব সৌদি আরব গিয়ে ২০২৪ সালের বড় হজ পালন করবেন। আর সেই হজ যাত্রায় তার সম্পূর্ণ খরচ বহন করবেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী। ইতিমধ্যেই আদিব ইন্ডিয়ান ভিসা পেয়েছেন বলে জানা যায়।

সৌদিতে যাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইলে আদিব জানান ‘কুমিল্লা থেকে যাত্রা শুরু করে ঢাকা যাব। সেখান থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে যাব। ভারত থেকে পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাব। পুরো পথটি পার হতে আমাকে প্রায় আট হাজার কিলোমিটার হাঁটতে হবে। এই যাত্রাতে আমাকে আর্থিক সহায়তা করবেন নারায়ণগঞ্জের দুলাল কাজী গ্রুপের মালিক ইমাম কাজী।

তিনি আরো জানান, সে ছোটবেলা থেকেই ভ্রমণপিপাসু। ২০২২ সালের নভেম্বর মাসের দিকে তিনি বাইসাইকেলে দেশের ৬৪ জেলা ভ্রমণ করেছেন। তার দীর্ঘদিনের স্বপ্ন পায়ে হেঁটে হজ করতে সৌদিতে যাবেন। তার স্বপ্ন পূরণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। তার পাশাপাশি পুলিশ ও প্রশাসনসহ সবার সহযোগিতা কামনা করেন। তাছাড়া দেশবাসীর কাছে দোয়া চান যাতে আল্লাহ পাক যেন তার মনের আশা পূরণ করেন।

তবে এই বিষয়ে কুমিল্লা জেলা অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ খন্দকার আশফাকুজ্জামান জানান, আমি মিডিয়াতে আদিবের সম্পর্কে জানতে পেরেছি। আদিব পায়ে হেটে হজে যাবে এমন কোনো কিছুই আগে জানি নি। সে বা তার কোনো প্রতিনিধিই এই ব্যাপারে আমাদের কিছু বলে নি। তার নিজ উদ্যোগে সে যাচ্ছে।

একই বিষয়ে কুমিল্লা জেলা প্রশাসক মো: শামীম আলম জানান, পায়ে হেটে হজে যাবে এমন কোনো কিছুই আমি জানি না। সে তো আমাদেরকে অফিশিয়ালি কোনো কিছু জানায়নি। সে কিভাবে ভারত থেকে পাকিস্তানে যাবে, সেখান থেকে ইরান, ইরাক, কুয়েত হয়ে সৌদি আরব যাবে। এই সব দেশের ভিসা কিভাবে সে পাবে?? এইখানে অনেক ব্যাপার আছে। এখন পর্যন্ত কেউ আমাদের সাথে যোগাযোগ করেননি। আমরা যদি এই ব্যাপারে কিছু না ই জানি তাহলে আমরা কিভাবে তাকে সহযোগিতা করবো।