ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাতে ভোট চাওয়া নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আট জন আহত হয়েছে। এ সময় এক প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচন হবে। সেখানে চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ৭নং ওয়ার্ডে প্রার্থী শাহ আলম তালুকদার চাঁন মিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারণায় যান। এ সময় আরেক প্রার্থী আজাদুল ইসলাম মাসুম বেপারির সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আট জন আহত হন।

খবর পেয়ে শিবচর থানার ওসি আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত এসকান বেপারি দাবি করেন, চাঁন মিয়া তালুকদারের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে এসেই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

আহত তুষার মাতবর দাবি করেন, আমরা ভোট চাইতে গেলে ওরা বাধা দেয় ও হামলা চালায়। এতে আমার আব্বা গুরুতর আহত হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রার্থী আজাদুল ইসলাম মাসুম বেপারি দাবি করেন, নির্বাচন আচরণবিধি অমান্য করে চাঁন মিয়া তালুকদার রাত ১০টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। এ সময় সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাঙচুর করা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

চাঁন মিয়া পাল্টা অভিযোগ তুলে বলেন, কয়েকটি এলাকায় মাসুম বেপারির লোকজন পাহারা বসিয়ে ভোট চাইতেই বাধা দেয়। এর সূত্র ধরেই দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

শিবচর থানার এসআই আলমগীর হোসেন বলেন, রাত ৯টার পর এ সংঘর্ষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাতে ভোট চাওয়া নিয়ে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় ০৫:২৪:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

মাদারীপুরের শিবচরে ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আট জন আহত হয়েছে। এ সময় এক প্রার্থীর কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগামী ১৭ জুলাই শিবচরের কাদিরপুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচন হবে। সেখানে চেয়ারম্যান পদে তিন জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৪ জুলাই) রাত ১০টার দিকে ৭নং ওয়ার্ডে প্রার্থী শাহ আলম তালুকদার চাঁন মিয়া তার সমর্থকদের নিয়ে মোটরসাইকেলযোগে প্রচারণায় যান। এ সময় আরেক প্রার্থী আজাদুল ইসলাম মাসুম বেপারির সমর্থকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আট জন আহত হন।

খবর পেয়ে শিবচর থানার ওসি আনোয়ার হোসেনসহ পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তিন জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

আহত এসকান বেপারি দাবি করেন, চাঁন মিয়া তালুকদারের লোকজন মোটরসাইকেল বহর নিয়ে এসেই আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়।

আহত তুষার মাতবর দাবি করেন, আমরা ভোট চাইতে গেলে ওরা বাধা দেয় ও হামলা চালায়। এতে আমার আব্বা গুরুতর আহত হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

প্রার্থী আজাদুল ইসলাম মাসুম বেপারি দাবি করেন, নির্বাচন আচরণবিধি অমান্য করে চাঁন মিয়া তালুকদার রাত ১০টার পর এসে ভোট চাইতে গেলে ঝামেলা শুরু হয়। এ সময় সোনাই চান্দেরহাটে আমার ক্যাম্পও ভাঙচুর করা হয়েছে। পরাজয় নিশ্চিত জেনেই তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে।

চাঁন মিয়া পাল্টা অভিযোগ তুলে বলেন, কয়েকটি এলাকায় মাসুম বেপারির লোকজন পাহারা বসিয়ে ভোট চাইতেই বাধা দেয়। এর সূত্র ধরেই দুই পক্ষের সমর্থকরা সংঘর্ষে জড়ায়।

শিবচর থানার এসআই আলমগীর হোসেন বলেন, রাত ৯টার পর এ সংঘর্ষ হয়। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি শান্ত।