ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

আজমিরীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ জুলাই রোজ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দূরগুড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে আজমিরীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩ ও আজমিরীগঞ্জ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান এম.পি মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ” প্রান্তিক জনগোষ্ঠীর দূরগুড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ও গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমার খুব ভালো লেগেছে। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম চৌধুরী’র তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সাহেবের সঞ্চালনায়, একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আজমিরীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩ অনুষ্ঠিত

আপডেট সময় ০৪:৩৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

হবিগঞ্জের আজমিরীগঞ্জে ৬ জুলাই রোজ বৃহস্পতিবার স্বাস্থ্য সেবা প্রান্তিক জনগোষ্ঠীর দূরগুড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ও সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষ্যে আজমিরীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ২০২৩ ও আজমিরীগঞ্জ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান এম.পি মহোদয়।

প্রধান অতিথির বক্তব্যে এমপি আব্দুল মজিদ খান এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, ” প্রান্তিক জনগোষ্ঠীর দূরগুড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে ও গ্রামীণ জনগোষ্ঠীর সুস্বাস্থ্য নিশ্চিতের লক্ষে এই মহৎ প্রচেষ্টার অংশ হতে পেরে আমার খুব ভালো লেগেছে। যারা প্রায়ই স্বাস্থ্যসেবার সুবিধাগুলো থেকে বঞ্চিত হয় তাদেরকে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে, স্বাস্থ্যসেবার চাহিদাগুলো পূরণ করার যে চেষ্টা করছে, তাতে আমরা সবাই অনুপ্রাণিত হয়েছি। এই উদ্যোগের জন্যে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”

জেলা প্রশাসক ইসরাত জাহান এর সভাপতিত্বে ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কালাম চৌধুরী’র তত্ত্বাবধানে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনোয়ার আলীর সাহেবের সঞ্চালনায়, একদল বিশেষজ্ঞ চিকিৎসকদের দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।