ঢাকা ০৪:২১ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় কাঁচা মরিচের দুই দোকানি সহ মোট ৫ জনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ জুলাই) শহরের ১ নম্বর রেলগেট ও রাজাবাজারে এ অভিযান চালানো হয়। এতে অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্ব দেন।জানা যায়, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বেশি মুনাফা গ্রহণ করার অপরাধে রাজাবাজার ১ জন এবং রেলগেট এলাকায় ২ জন কাঁচামরিচ বিক্রেতাকে ৭ হাজার টাকা এবং রাজাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ টি মশলার দোকানকে সাড়ে তিন হাজার টাকা সহ সর্বমোট দশহাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল কাঁচা মরিচের বাজার যাচাই ও বাড়তি দাম নিয়ন্ত্রণ করা। আর অভিযানে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। কিছু অসাধু দোকানি আড়ত থেকে কাঁচা মরিচ কিনে এনে বাড়তি দামে বিক্রি করছিলেন। তারা ক্রয় ভাউচার দেখাতে পারেননি। একইভাবে মূল্য তালিকা ছাড়া দুই মসলা দোকানি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন। এসব অপরাধে মোট ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে।

এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ০৪:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩

বগুড়ায় ক্রয় ভাউচার সংরক্ষণ না করায় কাঁচা মরিচের দুই দোকানি সহ মোট ৫ জনকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ জুলাই) শহরের ১ নম্বর রেলগেট ও রাজাবাজারে এ অভিযান চালানো হয়। এতে অধিদপ্তরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী নেতৃত্ব দেন।জানা যায়, ক্রয় ভাউচার সংরক্ষণ না করা, বেশি মুনাফা গ্রহণ করার অপরাধে রাজাবাজার ১ জন এবং রেলগেট এলাকায় ২ জন কাঁচামরিচ বিক্রেতাকে ৭ হাজার টাকা এবং রাজাবাজারে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ২ টি মশলার দোকানকে সাড়ে তিন হাজার টাকা সহ সর্বমোট দশহাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।এ বিষয়ে সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানের উদ্দেশ্য ছিল কাঁচা মরিচের বাজার যাচাই ও বাড়তি দাম নিয়ন্ত্রণ করা। আর অভিযানে কারসাজির প্রমাণ পাওয়া গেছে। কিছু অসাধু দোকানি আড়ত থেকে কাঁচা মরিচ কিনে এনে বাড়তি দামে বিক্রি করছিলেন। তারা ক্রয় ভাউচার দেখাতে পারেননি। একইভাবে মূল্য তালিকা ছাড়া দুই মসলা দোকানি ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছিলেন। এসব অপরাধে মোট ৫ দোকানিকে জরিমানা করা হয়েছে।

এ অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেছেন।