ঢাকা ১২:২৫ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বিএসএফের গুলিতে ঝরে গেল তাজা প্রাণ

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকায়ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে আহত এক বাংলাদেশি গরু ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে, সোমবার (৩ জুলাই) রাতের আঁধারে ভারতে ঢোকার চেষ্টাকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকায় সুজন আলী গুলিবিদ্ধ হয়। একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে ছিল সুজন আলী।এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি জানতে একাধিকবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের বরাত দিয়ে দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী জানান, গত সোমবার রাতে সুজন আলী সহ স্থানীয় ৬/৭ জন চোরাই পথে ভারতে গরু আনতে ৫৬ বিজিবির অধীনস্থ সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন সুজন আলী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের এক প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু হয়।

তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দৈনিক আমাদের মাতৃভূমিতে জানান, মৃত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএসএফের গুলিতে ঝরে গেল তাজা প্রাণ

আপডেট সময় ০৬:৫০:৩৩ অপরাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায় উপজেলার ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকায়ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন আলী (২৭) নামে আহত এক বাংলাদেশি গরু ব্যবসায়ী যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) রাতে রংপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।এর আগে, সোমবার (৩ জুলাই) রাতের আঁধারে ভারতে ঢোকার চেষ্টাকালে উপজেলার দেবনগড় ইউনিয়নের ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন সুকানী বিওপির বাংলাদেশ- ভারত সীমান্ত এলাকায় সুজন আলী গুলিবিদ্ধ হয়। একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মৃত আনুরুল ইসলামের ছেলে ছিল সুজন আলী।এদিকে, সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের বিষয়টি জানতে একাধিকবার বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৬ ব্যাটালিয়নে যোগাযোগ করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।

স্থানীয়দের বরাত দিয়ে দেবনগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সোলেমান আলী জানান, গত সোমবার রাতে সুজন আলী সহ স্থানীয় ৬/৭ জন চোরাই পথে ভারতে গরু আনতে ৫৬ বিজিবির অধীনস্থ সুকানী বিওপির বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় ভারতীয় মদনবাড়ী বিওপির বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়লে গুরুতর আহত হন সুজন আলী। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে রংপুরের এক প্রাইভেট ক্লিনিকে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রাতে তার মৃত্যু হয়।

তেতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী দৈনিক আমাদের মাতৃভূমিতে জানান, মৃত ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হচ্ছে।