ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ওপর ‘হামলা’, বিচারের দাবি

কুমিল্লা নগরীতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

এদিকে, এ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কুমিল্লা নগরীতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

গতকাল দুপুরে বিজিডিসিএল কার্যালয়ের মূল গেটে এই কর্মসূচিতে অংশ নেন বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহিনুর আলম, সিবিএ সভাপতি আবুল খায়ের সরকার, নন সিবিএ সভাপতি আক্তার হোসেন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বেলায়েত হোসেন সমাবেশে বক্তব্য রাখেন।

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ওপর ‘হামলা’, বিচারের দাবি সমাবেশে বক্তারা বিজিডিসিএল কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা এবং হামলা ও সরকারি রাজস্ব আদায় কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অনথায় তারা বৃহৎ কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় বিজিডিসিএলের উপ-ব্যবস্থাপক জসীম উদ্দিন আহমেদ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়, মোগলটুলীর নাজিরপুকুর এলাকার খাইরুল এনাম ফারুক ওরফে পটু উকিল অনুমোদনহীনভাবে একটি দ্বৈত চুল্লি ব্যবহার করছেন। সেটির লাইন অপসারণ করতে গেলে পটু উকিল, তার ছেলে রাজিব ও আসিফসহ কয়েকজন অপসারণকারীদের ওপর হামলা করেন।

এ সময় বাখরাবাদ গ্যাসের উপ-ব্যবস্থাপক জসীম উদ্দিন আহমেদ ও সহকারী প্রকৌশলী দীপ্ত ডাকুয়া শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ওপর ‘হামলা’, বিচারের দাবি

আপডেট সময় ১১:৪৭:১০ পূর্বাহ্ন, বুধবার, ৫ জুলাই ২০২৩

কুমিল্লা নগরীতে অবৈধ সংযোগ বিচ্ছিন্নের সময় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল) কর্মকর্তাদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় সোমবার কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ করেছে বিজিডিসিএল কর্তৃপক্ষ।

এদিকে, এ হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার কুমিল্লা নগরীতে প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন ও সমাবেশ করেছেন।

গতকাল দুপুরে বিজিডিসিএল কার্যালয়ের মূল গেটে এই কর্মসূচিতে অংশ নেন বাখরাবাদ গ্যাস কোম্পানির কর্মকর্তা ও কর্মচারীরা।

বিজিডিসিএলের মহাব্যবস্থাপক (প্রশাসন) শাহিনুর আলম, সিবিএ সভাপতি আবুল খায়ের সরকার, নন সিবিএ সভাপতি আক্তার হোসেন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বেলায়েত হোসেন সমাবেশে বক্তব্য রাখেন।

কুমিল্লায় বাখরাবাদ গ্যাস কর্মকর্তার ওপর ‘হামলা’, বিচারের দাবি সমাবেশে বক্তারা বিজিডিসিএল কর্মকর্তা-কর্মচারীদের সুষ্ঠু কাজের পরিবেশ নিশ্চিত করা এবং হামলা ও সরকারি রাজস্ব আদায় কার্যক্রমে বাধা সৃষ্টিকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। অনথায় তারা বৃহৎ কর্মসূচি ঘোষণার হুমকি দেন।

কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সঞ্জুর মোর্শেদ জানান, এ ঘটনায় বিজিডিসিএলের উপ-ব্যবস্থাপক জসীম উদ্দিন আহমেদ কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

মামলায় অভিযোগ করা হয়, মোগলটুলীর নাজিরপুকুর এলাকার খাইরুল এনাম ফারুক ওরফে পটু উকিল অনুমোদনহীনভাবে একটি দ্বৈত চুল্লি ব্যবহার করছেন। সেটির লাইন অপসারণ করতে গেলে পটু উকিল, তার ছেলে রাজিব ও আসিফসহ কয়েকজন অপসারণকারীদের ওপর হামলা করেন।

এ সময় বাখরাবাদ গ্যাসের উপ-ব্যবস্থাপক জসীম উদ্দিন আহমেদ ও সহকারী প্রকৌশলী দীপ্ত ডাকুয়া শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।