ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মাধবপুরে বেদে জনগোষ্ঠীদের নাগরিকত্ব না দেয়ায় মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের চিঠি

দীর্ঘদিন থেকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকার বেদে জনগোষ্ঠীর সদস্যদের পৌর নাগরিকত্ব ও হাউজহোল্ডিং নাম্বার না দেয়া ও বিভিন্ন হয়রানির অভিযোগ উঠে পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের বিরুদ্ধে।

গত ২০ জুন ২০২৩ এলজিইডি মন্ত্রণালয়ের পলিসি ও সাপোর্ট অধিশাখার যুগ্ম সচিব মোঃ এমদাদুল হক চৌধুরীর স্বাক্ষরিত একটি পরিপত্রে বেদেদের নাগরিকত্ব দেওয়া ও অভিযুক্ত মেয়র হাবিবুর রহমান মানিকের এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকায় জমি কিনে দীর্ঘদিন থেকে বসবাস করেছে ৭০-৮০টি পরিবারের বেদে সদস্যরা। কিন্তু পৌর মেয়র বেদে জনগোষ্ঠীর সদস্যদের নাগরিকত্ব ও হাউজ হোল্ডিং দেয়ার আবেদন গ্রহণ করছেন না। তিনি সরকারি বিভিন্ন দপ্তর যেমন জেলা প্রশাসক বা ইউএনও কাছে যেতে বলছেন। সেখান থেকেও মেয়রকে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও তিনি নানা অজুহাতে তাদের বেদের হয়রানি করছেন।

বেদে সদস্যরা জানায়, স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীও এদের নাগরিকত্ব প্রদানের জন্যে সুপারিশ করলেও এর কোন তোয়াক্কা করছেন না ঐ পৌর মেয়র।

মাধবপুর উপজেলার শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান জানান, নাগরিকত্ব ও হাউজহোল্ডিং নাম্বার দেওয়া এখতিয়ার শুধুমাত্র পৌরসভার মেয়রের। সরকার পিছিয়ে পড়ে থাকা গোষ্ঠীর জন্যে কাজ করে যাচ্ছে। তবে এদের জন্যে মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে মেয়রের বিরুদ্ধে আমরা যথেষ্ট আশাবাদী। দ্রুত পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে মেয়র হাবিবুর রহমান মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন ধরনের স্থানীয় চাপের কারণে বেদেদের নাগরিকত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতার দায় কার তাকে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।

পরে মন্ত্রণালয়ের চিঠি ও তদন্ত কমিটির বিষয়ে জানতে চাওয়া জন্যে তাকে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে বেদে জনগোষ্ঠীদের নাগরিকত্ব না দেয়ায় মেয়রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের চিঠি

আপডেট সময় ০৭:৫৫:২৭ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

দীর্ঘদিন থেকে হবিগঞ্জের মাধবপুর পৌরসভা এলাকার বেদে জনগোষ্ঠীর সদস্যদের পৌর নাগরিকত্ব ও হাউজহোল্ডিং নাম্বার না দেয়া ও বিভিন্ন হয়রানির অভিযোগ উঠে পৌর মেয়র হাবিবুর রহমান মানিকের বিরুদ্ধে।

গত ২০ জুন ২০২৩ এলজিইডি মন্ত্রণালয়ের পলিসি ও সাপোর্ট অধিশাখার যুগ্ম সচিব মোঃ এমদাদুল হক চৌধুরীর স্বাক্ষরিত একটি পরিপত্রে বেদেদের নাগরিকত্ব দেওয়া ও অভিযুক্ত মেয়র হাবিবুর রহমান মানিকের এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহনের জন্য নগর উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিবকে চিঠি দেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পৌর এলাকায় জমি কিনে দীর্ঘদিন থেকে বসবাস করেছে ৭০-৮০টি পরিবারের বেদে সদস্যরা। কিন্তু পৌর মেয়র বেদে জনগোষ্ঠীর সদস্যদের নাগরিকত্ব ও হাউজ হোল্ডিং দেয়ার আবেদন গ্রহণ করছেন না। তিনি সরকারি বিভিন্ন দপ্তর যেমন জেলা প্রশাসক বা ইউএনও কাছে যেতে বলছেন। সেখান থেকেও মেয়রকে ব্যবস্থা গ্রহণ করার কথা বললেও তিনি নানা অজুহাতে তাদের বেদের হয়রানি করছেন।

বেদে সদস্যরা জানায়, স্থানীয় সংসদ সদস্য ও বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলীও এদের নাগরিকত্ব প্রদানের জন্যে সুপারিশ করলেও এর কোন তোয়াক্কা করছেন না ঐ পৌর মেয়র।

মাধবপুর উপজেলার শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান জানান, নাগরিকত্ব ও হাউজহোল্ডিং নাম্বার দেওয়া এখতিয়ার শুধুমাত্র পৌরসভার মেয়রের। সরকার পিছিয়ে পড়ে থাকা গোষ্ঠীর জন্যে কাজ করে যাচ্ছে। তবে এদের জন্যে মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে মেয়রের বিরুদ্ধে আমরা যথেষ্ট আশাবাদী। দ্রুত পৌরসভার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এ ব্যাপারে মেয়র হাবিবুর রহমান মানিকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিভিন্ন ধরনের স্থানীয় চাপের কারণে বেদেদের নাগরিকত্ব দিতে ব্যর্থ হচ্ছেন। এই ব্যর্থতার দায় কার তাকে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দিতে পারেন নি।

পরে মন্ত্রণালয়ের চিঠি ও তদন্ত কমিটির বিষয়ে জানতে চাওয়া জন্যে তাকে কয়েকবার ফোন দেয়া হলেও তিনি ফোন ধরেনি।