ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১৬ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সম্পত্তি যেন কাল, বাবা-মা মিথ্যা মামলার শিকার

মাদারীপুর জেলা শিবচরে দ্বিতীয় স্ত্রীর কথায় বাবা-মা’কে মারধর করার অভিযোগ উঠেছে। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ উঠেছে স্পেন প্রবাসী কোহিনুর আকনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রবাসী কহিনুর আকন শিবচর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের উত্তর চরশ্যামাইল এলাকার করম আলী আকন ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,স্পেন প্রবাসী কহিনুর আকন দীর্ঘদিন ধরে লন্ডন বসবাস করে আসছে। দু’বছর পূর্বে ওই প্রবাসী বাংলাদেশে আসে এবং বিবাহ করে। বিগত কয়েক মাস ধরে স্পেন প্রবাসী কোহিনুরের সাথে তার বাবা-মা ও ভাইয়ের দ্বন্দ্ব চলে আসছে। জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বিগত ২মাস পূর্বে কোহিনুর আকন তার শ্যালকদের নিয়ে বাবা-মাসহ পরিবারের লোকজনকে মারধর করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের উপরও হামলা চালায়। এ ঘটনায় কোহিনুর আকন বাবা-মা ভাই-বোনসহ এলাকাবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। শুধু সেই মামলা দিয়েই ক্ষ্যান্ত হননি কহিনুর আকন। ওই প্রবাসী তার স্ত্রীকে দিয়ে আরো লুটপাট মামলাসহ ২টি মিথ্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ কোহিনুর আকনের নির্দেশে তার স্ত্রী শিবচর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। শিবচর থানা পুলিশ সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে মামলা গ্রহণ করেননি। পরবর্তীতে ৪জুন স্পেন প্রবাসী কোহিনুর আকনের স্ত্রী মাদারীপুর আদালতে গিয়ে তারই ভাসুর নুরমোহাম্মদ আকনসহ ৪/৫ এলাকাবাসীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এলাকাবাসীরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কোহিনুর আকন তার বাবা-মাকে মারধর ও অপমান করে। যা আমরা এলাকাবাসীরা প্রতিবাদ করি। আর এই প্রতিবাদ কেন করলাম? সে জন্য কোহিনুর আকন ও তার স্ত্রী আমাদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৩মাস ধরে মিথ্যা মামলার অপবাদ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। কোহিনুর আকন তার শশুর বাড়ির লোকজন এনে আমাদের উপর হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি। কোহিনুর আকন তার স্ত্রী আর শাশুড়ির কথা সবকাজ করে। কতটা নিম্নশ্রেণীর লোক হলে শশুর বাড়ির লোকদিয়ে নিজের বাড়িতে হামলা চালায় একটা মানুষ। ভুক্তভোগী নুরমোহাম্মদ আকন জানান, স্পেন প্রবাসী কোহিনুর আকন আমার আপন ছোট ভাই। আমরা অনেক কষ্ট করে ভাইকে বিদেশ পাঠিয়েছি। হঠাৎ করে ভাই আমার পরিবর্তন হয়ে গেলো। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমার ছোট ভাই তার শশুর বাড়ির লোকজন দিয়ে আমার বাবা-মা’সহ আমাকে মারধর করে। আমরা প্রায় ৩দিন শিবচর হাসপাতালে ভর্তি ছিলাম। এখন আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমি এখন মিথ্যা মামলার ঘানি নিয়ে ঘুড়ে বেড়াচ্ছি।

প্রবাসী কোহিনুর আকনের স্ত্রী বলছেন, আমার শশুর ভাসুর এক হয়ে আমার স্বামীর সম্পত্তি জোরদখল করার চেষ্টা করছে। আর তাই তাদের বিরুদ্ধে মামলা করেছি। স্পেন প্রবাসী কোহিনুর আকনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, জায়গা সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ। এর আগে একটা মারামারিও হয়। কোহিনুর আকন তার বাবা-মাকে মারধর করার কথা শুনেছি। তবে তার বাবা-মা লোকলজ্জার ভয়ে ছেলের বিরুদ্ধে শিবচর থানায় কোন অভিযোগ দেননি। পরে কোহিনুর আকনের স্ত্রী মাদারীপুর কোর্টে তারই ভাসুরসহ বেশকয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। মামলাটি FIR হিসাবে গন্য করার জন্য বিজ্ঞ আদালত অফিসার ইনচার্জ শিবচর থানাকে নির্দেশ প্রদান করে। বিজ্ঞ আদালতের নির্দেশে শিবচর থানার মামলা নং- ২১ তারিখ-১১/০৬/২৩ খ্রিঃ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০ রুজু করিয়া মামলার তদন্তভার এসআই শোভন ভট্টাচার্য এর উপর অর্পণ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তধীন আছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সম্পত্তি যেন কাল, বাবা-মা মিথ্যা মামলার শিকার

আপডেট সময় ০৪:৪৫:২৬ অপরাহ্ন, বুধবার, ২১ জুন ২০২৩

মাদারীপুর জেলা শিবচরে দ্বিতীয় স্ত্রীর কথায় বাবা-মা’কে মারধর করার অভিযোগ উঠেছে। জায়গা সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করারও অভিযোগ উঠেছে স্পেন প্রবাসী কোহিনুর আকনের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত প্রবাসী কহিনুর আকন শিবচর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডের উত্তর চরশ্যামাইল এলাকার করম আলী আকন ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়,স্পেন প্রবাসী কহিনুর আকন দীর্ঘদিন ধরে লন্ডন বসবাস করে আসছে। দু’বছর পূর্বে ওই প্রবাসী বাংলাদেশে আসে এবং বিবাহ করে। বিগত কয়েক মাস ধরে স্পেন প্রবাসী কোহিনুরের সাথে তার বাবা-মা ও ভাইয়ের দ্বন্দ্ব চলে আসছে। জায়গা সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে বিগত ২মাস পূর্বে কোহিনুর আকন তার শ্যালকদের নিয়ে বাবা-মাসহ পরিবারের লোকজনকে মারধর করে। এলাকাবাসী প্রতিবাদ করলে তাদের উপরও হামলা চালায়। এ ঘটনায় কোহিনুর আকন বাবা-মা ভাই-বোনসহ এলাকাবাসীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে। শুধু সেই মামলা দিয়েই ক্ষ্যান্ত হননি কহিনুর আকন। ওই প্রবাসী তার স্ত্রীকে দিয়ে আরো লুটপাট মামলাসহ ২টি মিথ্যা মামলা দায়ের করেন।

সর্বশেষ কোহিনুর আকনের নির্দেশে তার স্ত্রী শিবচর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেন। শিবচর থানা পুলিশ সরেজমিনে গিয়ে তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে মামলা গ্রহণ করেননি। পরবর্তীতে ৪জুন স্পেন প্রবাসী কোহিনুর আকনের স্ত্রী মাদারীপুর আদালতে গিয়ে তারই ভাসুর নুরমোহাম্মদ আকনসহ ৪/৫ এলাকাবাসীর নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এলাকাবাসীরা জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে কোহিনুর আকন তার বাবা-মাকে মারধর ও অপমান করে। যা আমরা এলাকাবাসীরা প্রতিবাদ করি। আর এই প্রতিবাদ কেন করলাম? সে জন্য কোহিনুর আকন ও তার স্ত্রী আমাদের একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ৩মাস ধরে মিথ্যা মামলার অপবাদ নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি। কোহিনুর আকন তার শশুর বাড়ির লোকজন এনে আমাদের উপর হামলা চালায়। আমরা এ ঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিচার দাবী করছি। কোহিনুর আকন তার স্ত্রী আর শাশুড়ির কথা সবকাজ করে। কতটা নিম্নশ্রেণীর লোক হলে শশুর বাড়ির লোকদিয়ে নিজের বাড়িতে হামলা চালায় একটা মানুষ। ভুক্তভোগী নুরমোহাম্মদ আকন জানান, স্পেন প্রবাসী কোহিনুর আকন আমার আপন ছোট ভাই। আমরা অনেক কষ্ট করে ভাইকে বিদেশ পাঠিয়েছি। হঠাৎ করে ভাই আমার পরিবর্তন হয়ে গেলো। সম্পত্তি নিয়ে বিরোধের জেরে আমার ছোট ভাই তার শশুর বাড়ির লোকজন দিয়ে আমার বাবা-মা’সহ আমাকে মারধর করে। আমরা প্রায় ৩দিন শিবচর হাসপাতালে ভর্তি ছিলাম। এখন আমাদের বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে আমাকে বাড়ি থেকে বিতাড়িত করার চেষ্টা করছে। আমি এখন মিথ্যা মামলার ঘানি নিয়ে ঘুড়ে বেড়াচ্ছি।

প্রবাসী কোহিনুর আকনের স্ত্রী বলছেন, আমার শশুর ভাসুর এক হয়ে আমার স্বামীর সম্পত্তি জোরদখল করার চেষ্টা করছে। আর তাই তাদের বিরুদ্ধে মামলা করেছি। স্পেন প্রবাসী কোহিনুর আকনের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার মুঠোফোনে তাকে পাওয়া যায়নি।

শিবচর থানা অফিসার ইনচার্জ মো: আনোয়ার হোসেন জানান, জায়গা সম্পত্তি নিয়ে তাদের সাথে বিরোধ। এর আগে একটা মারামারিও হয়। কোহিনুর আকন তার বাবা-মাকে মারধর করার কথা শুনেছি। তবে তার বাবা-মা লোকলজ্জার ভয়ে ছেলের বিরুদ্ধে শিবচর থানায় কোন অভিযোগ দেননি। পরে কোহিনুর আকনের স্ত্রী মাদারীপুর কোর্টে তারই ভাসুরসহ বেশকয়েকজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করে। মামলাটি FIR হিসাবে গন্য করার জন্য বিজ্ঞ আদালত অফিসার ইনচার্জ শিবচর থানাকে নির্দেশ প্রদান করে। বিজ্ঞ আদালতের নির্দেশে শিবচর থানার মামলা নং- ২১ তারিখ-১১/০৬/২৩ খ্রিঃ ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধনী ২০০৩) এর ৯(৪)(খ)/৩০ রুজু করিয়া মামলার তদন্তভার এসআই শোভন ভট্টাচার্য এর উপর অর্পণ করা হয়। মামলাটি বর্তমানে তদন্তধীন আছে।