ঢাকা ১১:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

নেশাগ্রস্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, ৬ মাসের জেল

দেওয়ানগঞ্জে মাদকসেবী এক যুবককে মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া গ্রামে মৃত শফিকুল হকের ছেলে শামিম মিয়াকে (২৮) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই শাস্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

শামিমের বড় ভাই মামুনুর রশিদ জানান, গত পাঁচ বছর আগে থেকেই শামীম বিভিন্ন নেশায় আসক্ত হয়, সে এখন নিয়োমিত হিরোইন এবং ইয়াবা, গাঁজা সেবন করে, নেশার টাকা না পেলে বাড়িতে এসে অশান্তি করত, মাঝে মাঝে আপন মা রাশেদা বেগমকে (৬০) মারধর করত, গতকাল সে মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি করেছে, এক বছর তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি।

অবশেষে নিরুপায় হয়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

অভিযান সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে মাদক সেবনরত অবস্থায় ৩০ মে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইউএনও। এ সময় শামিমের মা ও ভাই উপস্থিত ছিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা কালের কণ্ঠকে জানিয়েছেন, তার মা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করেছেন।

অভিযোগের সত্যতা পেয়ে সেই যুবককে শাস্তির আওতায় নিয়ে এসেছি, আশা করি সে সংশোধন হবে, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মডেল থানার এস আই জুয়েল বর্মনসহ সঙ্গীও পুলিশ ফোর্স উপস্থিত ছিল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নেশাগ্রস্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, ৬ মাসের জেল

আপডেট সময় ০৫:৩৫:২১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

দেওয়ানগঞ্জে মাদকসেবী এক যুবককে মাদক সেবনের অপরাধে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। জামালপুরের দেওয়ানগঞ্জ পৌরসভার চর ভবসুর পূর্বপাড়া গ্রামে মৃত শফিকুল হকের ছেলে শামিম মিয়াকে (২৮) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই শাস্তি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।

শামিমের বড় ভাই মামুনুর রশিদ জানান, গত পাঁচ বছর আগে থেকেই শামীম বিভিন্ন নেশায় আসক্ত হয়, সে এখন নিয়োমিত হিরোইন এবং ইয়াবা, গাঁজা সেবন করে, নেশার টাকা না পেলে বাড়িতে এসে অশান্তি করত, মাঝে মাঝে আপন মা রাশেদা বেগমকে (৬০) মারধর করত, গতকাল সে মায়ের সঙ্গে ঝগড়াঝাঁটি করেছে, এক বছর তাকে মাদক নিরাময় কেন্দ্রে রাখা হয়েছিল কিন্তু কোনো কাজ হয়নি।

অবশেষে নিরুপায় হয়ে নিজের ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে উপজেলা নির্বাহী অফিসারের শরণাপন্ন হয়েছেন বলে জানান তিনি।

অভিযান সূত্রে আরো জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযোগ পেয়ে মাদক সেবনরত অবস্থায় ৩০ মে বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ইউএনও। এ সময় শামিমের মা ও ভাই উপস্থিত ছিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফা কালের কণ্ঠকে জানিয়েছেন, তার মা আমাদেরকে তথ্য দিয়ে সহযোগীতা করেছেন।

অভিযোগের সত্যতা পেয়ে সেই যুবককে শাস্তির আওতায় নিয়ে এসেছি, আশা করি সে সংশোধন হবে, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

এ সময় মডেল থানার এস আই জুয়েল বর্মনসহ সঙ্গীও পুলিশ ফোর্স উপস্থিত ছিল।