ঢাকা ০৭:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে মুক্তি পাচ্ছে ‘রুম নম্বর ২০১১’ গণতন্ত্র ও বিএনপি সমান্তরাল : মির্জা ফখরুল আ.লীগ দেশকে পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল : তারেক রহমান

ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য গড়ে দেবে যে ৪ লড়াই

আরও একবার বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও দল দুটো বিশ্বকাপ যাত্রার শুরুটা করছে নিজেদের মুখোমুখি হয়ে। চলতি বছর এশিয়া কাপে অবশ্য আরও দুই ম্যাচে মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা-বাবর আজমরা। সেই দুই ম্যাচে দুই দল লড়েছিল সেয়ানে সেয়ানে। আগামী ২৩ অক্টোবর যখন আবারও মুখোমুখি হবে দলদুটো, তখনো যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা বলাই বাহুল্য।

তবে সেই লড়াইয়ের চূড়ান্ত ফল নির্ভর করবে বেশ কিছু ছোট ছোট লড়াই জেতার ওপর, ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ম্যাচ আপ’। জিততে হলে এসব ‘ম্যাচ আপে’ হারা চলবে না মোটেও। ছোট ছোট সেসব লড়াই কার সঙ্গে কার, দেখে নেওয়া যাক-

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ যখন দুই দল মুখোমুখি হয়েছিল, শাহিন শাহ আফ্রিদি ভারতীয় টপ অর্ডারের জন্য সাক্ষাৎ দুঃস্বপ্ন হয়েই যেন হাজির হয়েছিলেন। সাত বলের ব্যবধানে তুলে নিয়েছিলেন রোহিত ও রাহুলকে। সেই ধাক্কাটা ভারত আর পুরো ম্যাচে সামলে উঠতে পারেনি, দশ উইকেটে হেরেছিল বিরাট কোহলির দল।

মোহাম্মদ শামি বনাম আসিফ আলি

পাকিস্তান দলের ফিনিশার হিসেবে আসিফ আলির ভূমিকাটা নিয়ে শেষ কিছু দিনে আলোচনা হয়েছে বেশ। তবে তিনি যে ইনিংসের শেষ দিকে ভালোই বিপদে ফেলতে পারবেন প্রতিপক্ষকে, তা অন্তত ভারতের চেয়ে ভালো কেউ বোঝে না! দুই দলের সবশেষ লড়াইয়ে যে রোহিত শর্মার দল হেরেছে, তাতে দারুণ অবদান তো ফিনিশার আসিফেরও ছিল!

তাকে সবচেয়ে ভালো সামলাতে পারতেন যিনি, সেই যশপ্রীত বুমরাহ নেই এই বিশ্বকাপে। তার বদলে ভারতের ভরসা মোহাম্মদ শামি। ডেথ ওভারে তার ইয়র্কারের বিষের দেখা মিলেছে প্রস্তুতি ম্যাচে। সেটা যদি মূল ম্যাচেও দেখা যায়, তাহলেই ভারতের কল্যাণ।

তবে শামির ডেথ বোলিং কৌশলটা ইয়র্কার নির্ভর হওয়ায় ভুল করার সুযোগ থাকে খুব কম। আর সামনে যখন থাকেন আসিফ আলির মতো কেউ, তখন লড়াইটা আরও আকর্ষণীয় না হয়েই যায় না!

সূর্যকুমার যাদব বনাম শাদাব খান

সূর্যকুমার যাদব শেষ কিছুদিন ধরেই আছেন দারুণ ফর্মে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বাবর-রিজওয়ানদের সঙ্গে তার লুকোচুরি খেলা চলছে বেশ কিছুদিন ধরেই। পেস-স্পিন দুই ধরনের আক্রমণেই মাঠের চার পাশে খেলতে পারার দক্ষতা বেশ তার। ভারতের মিডল অর্ডারও নির্ভর করছে তার ওপরই।

মাঝের ওভারগুলোয় ব্যাট করেন বলে স্পিনারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাটাই বেশি তার জন্য। সেক্ষেত্রে পাকিস্তান চাইবে তাকে শাদাব খানের মাধ্যমে বশ করতে। পাকিস্তানের বোলিংয়ে মাঝের ওভারগুলো সামলানোর দায়িত্ব থাকে শাদাবের কাছে, ৭৩ ইনিংসে ১৮.৮ স্ট্রাইক রেটে ৮৭ উইকেট বলছে কাজটা নেহায়েত খারাপ করেন না তিনি। ৭.১ ইকনমিও প্রমাণ তার মিতব্যয়ী বোলিংয়ের। ভারত-পাকিস্তানের আসন্ন লড়াইয়ে নজরে রাখতে হবে এই লড়াইটাকেও।

বাবর-রিজওয়ান বনাম ভুবনেশ্বর কুমার

পাকিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনিং জুটি। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনেও আছেন দুই পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান (১) ও বাবর আজম (৩)। বড় সময় ধরে এই জুটি টিকে গেলে প্রতিপক্ষের মাথাব্যথার কারণ যে হয়ে উঠতে পারেন দুইজন, সেটার প্রমাণ মিলছে দু’জনের রেকর্ডে। কিছুদিন আগেই দুই জন মিলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এর আগেও আরও ৪ বার ১৫০ রানের বেশি জুটি গড়ার কীর্তি গড়েছিলেন দুই ব্যাটার।

তাদের একজনকে বিদায় করে দিতে পারলেই পাকিস্তানের বিপক্ষে জয়ের সুযোগটা যায় বেড়ে, বলছে পরিসংখ্যান। ভারতের পক্ষে এই কাজটা করার মতো আছেন ভুবনেশ্বর কুমার। শুরুর ওভারগুলোয় মুভমেন্ট আদায় করতে পারেন তিনি, যা শুরুতে বিপদে ফেলে দিতে পারবে পাকিস্তানকে।

এই লড়াইও গড়ে দিতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত ফলাফল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে

ভারত-পাকিস্তান ম্যাচের ভাগ্য গড়ে দেবে যে ৪ লড়াই

আপডেট সময় ০৭:১৯:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২

আরও একবার বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। আগের টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও দল দুটো বিশ্বকাপ যাত্রার শুরুটা করছে নিজেদের মুখোমুখি হয়ে। চলতি বছর এশিয়া কাপে অবশ্য আরও দুই ম্যাচে মুখোমুখি হয়েছেন রোহিত শর্মা-বাবর আজমরা। সেই দুই ম্যাচে দুই দল লড়েছিল সেয়ানে সেয়ানে। আগামী ২৩ অক্টোবর যখন আবারও মুখোমুখি হবে দলদুটো, তখনো যে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না, তা বলাই বাহুল্য।

তবে সেই লড়াইয়ের চূড়ান্ত ফল নির্ভর করবে বেশ কিছু ছোট ছোট লড়াই জেতার ওপর, ক্রিকেটের ভাষায় যাকে বলে ‘ম্যাচ আপ’। জিততে হলে এসব ‘ম্যাচ আপে’ হারা চলবে না মোটেও। ছোট ছোট সেসব লড়াই কার সঙ্গে কার, দেখে নেওয়া যাক-

টি-টোয়েন্টি বিশ্বকাপে সবশেষ যখন দুই দল মুখোমুখি হয়েছিল, শাহিন শাহ আফ্রিদি ভারতীয় টপ অর্ডারের জন্য সাক্ষাৎ দুঃস্বপ্ন হয়েই যেন হাজির হয়েছিলেন। সাত বলের ব্যবধানে তুলে নিয়েছিলেন রোহিত ও রাহুলকে। সেই ধাক্কাটা ভারত আর পুরো ম্যাচে সামলে উঠতে পারেনি, দশ উইকেটে হেরেছিল বিরাট কোহলির দল।

মোহাম্মদ শামি বনাম আসিফ আলি

পাকিস্তান দলের ফিনিশার হিসেবে আসিফ আলির ভূমিকাটা নিয়ে শেষ কিছু দিনে আলোচনা হয়েছে বেশ। তবে তিনি যে ইনিংসের শেষ দিকে ভালোই বিপদে ফেলতে পারবেন প্রতিপক্ষকে, তা অন্তত ভারতের চেয়ে ভালো কেউ বোঝে না! দুই দলের সবশেষ লড়াইয়ে যে রোহিত শর্মার দল হেরেছে, তাতে দারুণ অবদান তো ফিনিশার আসিফেরও ছিল!

তাকে সবচেয়ে ভালো সামলাতে পারতেন যিনি, সেই যশপ্রীত বুমরাহ নেই এই বিশ্বকাপে। তার বদলে ভারতের ভরসা মোহাম্মদ শামি। ডেথ ওভারে তার ইয়র্কারের বিষের দেখা মিলেছে প্রস্তুতি ম্যাচে। সেটা যদি মূল ম্যাচেও দেখা যায়, তাহলেই ভারতের কল্যাণ।

তবে শামির ডেথ বোলিং কৌশলটা ইয়র্কার নির্ভর হওয়ায় ভুল করার সুযোগ থাকে খুব কম। আর সামনে যখন থাকেন আসিফ আলির মতো কেউ, তখন লড়াইটা আরও আকর্ষণীয় না হয়েই যায় না!

সূর্যকুমার যাদব বনাম শাদাব খান

সূর্যকুমার যাদব শেষ কিছুদিন ধরেই আছেন দারুণ ফর্মে। টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান নিয়ে বাবর-রিজওয়ানদের সঙ্গে তার লুকোচুরি খেলা চলছে বেশ কিছুদিন ধরেই। পেস-স্পিন দুই ধরনের আক্রমণেই মাঠের চার পাশে খেলতে পারার দক্ষতা বেশ তার। ভারতের মিডল অর্ডারও নির্ভর করছে তার ওপরই।

মাঝের ওভারগুলোয় ব্যাট করেন বলে স্পিনারদের মুখোমুখি হওয়ার সম্ভাবনাটাই বেশি তার জন্য। সেক্ষেত্রে পাকিস্তান চাইবে তাকে শাদাব খানের মাধ্যমে বশ করতে। পাকিস্তানের বোলিংয়ে মাঝের ওভারগুলো সামলানোর দায়িত্ব থাকে শাদাবের কাছে, ৭৩ ইনিংসে ১৮.৮ স্ট্রাইক রেটে ৮৭ উইকেট বলছে কাজটা নেহায়েত খারাপ করেন না তিনি। ৭.১ ইকনমিও প্রমাণ তার মিতব্যয়ী বোলিংয়ের। ভারত-পাকিস্তানের আসন্ন লড়াইয়ে নজরে রাখতে হবে এই লড়াইটাকেও।

বাবর-রিজওয়ান বনাম ভুবনেশ্বর কুমার

পাকিস্তানের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি তাদের ওপেনিং জুটি। টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষ তিনেও আছেন দুই পাক ওপেনার মোহাম্মদ রিজওয়ান (১) ও বাবর আজম (৩)। বড় সময় ধরে এই জুটি টিকে গেলে প্রতিপক্ষের মাথাব্যথার কারণ যে হয়ে উঠতে পারেন দুইজন, সেটার প্রমাণ মিলছে দু’জনের রেকর্ডে। কিছুদিন আগেই দুই জন মিলে ২০৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। এর আগেও আরও ৪ বার ১৫০ রানের বেশি জুটি গড়ার কীর্তি গড়েছিলেন দুই ব্যাটার।

তাদের একজনকে বিদায় করে দিতে পারলেই পাকিস্তানের বিপক্ষে জয়ের সুযোগটা যায় বেড়ে, বলছে পরিসংখ্যান। ভারতের পক্ষে এই কাজটা করার মতো আছেন ভুবনেশ্বর কুমার। শুরুর ওভারগুলোয় মুভমেন্ট আদায় করতে পারেন তিনি, যা শুরুতে বিপদে ফেলে দিতে পারবে পাকিস্তানকে।

এই লড়াইও গড়ে দিতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের চূড়ান্ত ফলাফল।