ঢাকা ১১:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল দাউদকান্দিতে অবৈধভাবে এলপিজি গ্যাস বোতলজাতকরণের দায়ে ৩ জনকে সাজা প্রদান চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে আলোচনা সভা বোরহানউদ্দিনে উত্তর-টবগী রাস্তার মাথা জামে মসজিদের সভাপতি বাচ্চু পন্ডিত- সম্পাদক- আলম ফরাজি তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই ট্রাকে অভিনব কায়দায় লুকানো ১৯৮ বোতল ফেনসিডিলসহ ০৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৩ মোবাইল চার্জে দিয়ে ঘুম, বিস্ফোরণে চিকিৎসকের মৃত্যু। দেশের উদ্দেশে রওনা দিয়েছেন ড. ইউনূস নাম-পরিচয় গোপন করেও রক্ষা হলোনা বিএনপি নেতা চুন্নুর! মুরাদনগরে অর্থ আত্নসাতের অভিযোগ:প্রধান শিক্ষকের পদত্যাগ

কুমিল্লার টিক্কারচরে কুদ্দুস হত্যাকান্ডের প্রধান ২ আসামী গ্রেফতার

গত ২৪ইং তারিখ রাত ১০.১৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ সংবাদ পায় যে, কুমিল্লার টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আব্দুল কুদ্দুস(৩৫) নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ভিকটিমের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম মেডিকেল কলেজে এবং অপর টিম ঘটনাস্থলে যায়। থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট্ প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গত ২৪ইং তারিখ রাত অনুমান ০৯.০৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আসামী সোহাগ মিয়া(৩১) ভিকটিম আ: কুদ্দুছ(৩৫) এর পেটের বামপাশে ছুরিকাঘাত করে এবং সে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করে। ঘটনাস্থল থেকে ১। আসামী সোহাগ(৩১) এবং ২। আসামী মামুন(৪২) দ্বয় পালিয়ে যায়।

নিহত কুদ্দুসের স্ত্রী রুমা আক্তার এজাহার নামীয় ২ জন এবং অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে, কোতয়ালী মডেল থানার মামলা নং-১০২, তাং-২৫/০৫/২০২৩খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার নির্দেশে কোতয়ালী থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং প্রযুক্তির সহায়তায় গত ২৫ তারিখে রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বারেরা নামক এলাকা হতে হত্যাকান্ডের মূল আসামী ১। সোহাগ মিয়া (৩১), পিতা মৃত মালু মিয়া মাতাঃমৃত জাহানারা বেগম, বর্তমান সাং-শুভপুর, স্থায়ী সাং-ছত্রখিল বাগানবাড়ি, এবং ২নং আসামী মামুন(৪২), পিতা-আলী হোসেন , গ্রাম- শুভপুর, উভয় থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা–কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে।

আসামী সোহাগকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি আসামী সোহাগের বর্ণনামতে টিক্কারচর ঈদগাহ মাঠের উত্তর-পশ্চিম কোণে গোমতী নদীর পাড়ে ঝোপঝাড়ের ভিতর থেকে ২৬ইং তারিখ উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত ভিকটিম কুদ্দুস আনুমানিক দুইমাস পূর্বে ব্যক্তিগত প্রয়োজনে আসামী সোহাগের নিকট হতে ১০,০০০/-টাকা ধার নেয়। আসামী সোহাগ মিয়া(৩১) এবং মামুন(৪২) দ্বয় উক্ত পাওনা টাকা না পেয়ে ঘটনাস্থলে বাকবিতন্ডার একপর্যায়ে ভিকটিম কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করে। ১নং আসামী সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বের মাদক, মারামারির ০৮টি মামলা এবং ২নং আসামী মামুন(৪২) এর বিরুদ্ধে পূর্বের হত্যা মামলা সহ ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক বিবেচনায় নেওয়া গণপূর্তের সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ছয় প্রকল্প বাতিল

কুমিল্লার টিক্কারচরে কুদ্দুস হত্যাকান্ডের প্রধান ২ আসামী গ্রেফতার

আপডেট সময় ০৫:৪১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩

গত ২৪ইং তারিখ রাত ১০.১৫ ঘটিকার সময় কুমিল্লা কোতয়ালী থানা পুলিশ সংবাদ পায় যে, কুমিল্লার টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আব্দুল কুদ্দুস(৩৫) নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। ভিকটিমের লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আছে।

উক্ত সংবাদের প্রেক্ষিতে কোতয়ালী মডেল থানা পুলিশের একটি টিম মেডিকেল কলেজে এবং অপর টিম ঘটনাস্থলে যায়। থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট্ প্রস্তুত করে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় গত ২৪ইং তারিখ রাত অনুমান ০৯.০৫ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজের দক্ষিণ পাশে আসামী সোহাগ মিয়া(৩১) ভিকটিম আ: কুদ্দুছ(৩৫) এর পেটের বামপাশে ছুরিকাঘাত করে এবং সে হাসপাতালে আনার পূর্বেই মৃত্যুবরণ করে। ঘটনাস্থল থেকে ১। আসামী সোহাগ(৩১) এবং ২। আসামী মামুন(৪২) দ্বয় পালিয়ে যায়।

নিহত কুদ্দুসের স্ত্রী রুমা আক্তার এজাহার নামীয় ২ জন এবং অজ্ঞাত নামা ২/৩ জনের বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করলে, কোতয়ালী মডেল থানার মামলা নং-১০২, তাং-২৫/০৫/২০২৩খ্রি: ধারা-৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়।

কুমিল্লা জেলার পুলিশ সুপার নির্দেশে কোতয়ালী থানা এবং ডিবি পুলিশের একাধিক টিম বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত তথ্য এবং প্রযুক্তির সহায়তায় গত ২৫ তারিখে রাতে কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বারেরা নামক এলাকা হতে হত্যাকান্ডের মূল আসামী ১। সোহাগ মিয়া (৩১), পিতা মৃত মালু মিয়া মাতাঃমৃত জাহানারা বেগম, বর্তমান সাং-শুভপুর, স্থায়ী সাং-ছত্রখিল বাগানবাড়ি, এবং ২নং আসামী মামুন(৪২), পিতা-আলী হোসেন , গ্রাম- শুভপুর, উভয় থানা- কুমিল্লা কোতয়ালী, জেলা–কুমিল্লাদ্বয়কে গ্রেফতার করে।

আসামী সোহাগকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে হত্যাকান্ডে ব্যবহৃত ছুরিটি আসামী সোহাগের বর্ণনামতে টিক্কারচর ঈদগাহ মাঠের উত্তর-পশ্চিম কোণে গোমতী নদীর পাড়ে ঝোপঝাড়ের ভিতর থেকে ২৬ইং তারিখ উদ্ধার করা হয়।

গ্রেফতাকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত ভিকটিম কুদ্দুস আনুমানিক দুইমাস পূর্বে ব্যক্তিগত প্রয়োজনে আসামী সোহাগের নিকট হতে ১০,০০০/-টাকা ধার নেয়। আসামী সোহাগ মিয়া(৩১) এবং মামুন(৪২) দ্বয় উক্ত পাওনা টাকা না পেয়ে ঘটনাস্থলে বাকবিতন্ডার একপর্যায়ে ভিকটিম কুদ্দুসকে ছুরিকাঘাত করে হত্যা করে। ১নং আসামী সোহাগ মিয়ার বিরুদ্ধে পূর্বের মাদক, মারামারির ০৮টি মামলা এবং ২নং আসামী মামুন(৪২) এর বিরুদ্ধে পূর্বের হত্যা মামলা সহ ০৩টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।