অপরিকল্পিত স্টেন্ড ও স্থানীয় দাপটে গাড়ী পার্কিংয়ের কারনে বাহুবলের উপজেলা সদরে যানজট যেন নিত্যদিনের সঙ্গী হিসেবে পরিণত হতে চলেছে।মাঝেমাঝে উপজেলা ও পুলিশ প্রশাসনের উদ্যোগে অভিযানের মধ্যদিয়ে যানজট মুক্ত পরিবেশ করতে চাইলেও স্থায়ী প্রদক্ষেপের অভাবে যানজট যেইসেই হয়ে থাকে। জানা যায়, খুবই জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে উপজেলা সদর। সদরটি ছোট হলেও একটি গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। প্রশাসনিক কার্যক্রম থেকে শুরু করে প্রতিষ্টানিক ও ব্যবসা সহ সকল প্রকার প্রয়োজনীয় কাজে সদরস্থ স্থান ব্যবহার করতে হয়। স্থানীয় ব্যবসায়ীদের মতে,জনতা ব্যাংকের সামনে সিএনজি অটোরিকশা, তালুকদার মার্কেটের প্রবেশপথে টমটম গাড়ীর অপরিকল্পিত স্টেন্ড গড়ে তোলায় প্রায়ই যানজটের সৃষ্টি হচ্ছে। এছাড়া সিএনজি ও টমটমের স্থানীয় চালকেরা দাপটের সাথে অনিয়মভাবে গাড়ি পার্কিং করাতে দ্বিতীয় কোন যানবাহন চলাচল করতে পারছেনা। এতে অতিরিক্ত সময় অতিবাহিত করতে হয়েছে। তাতে প্রয়োজনীয় দ্রুত কোন কাজে সফল হওয়া যাচ্ছেনা। ভোক্তভোগীরা জানান,অবৈধ ও অপরিকল্পিত স্টেন্ড অপসারণ করার মধ্যদিয়ে প্রশাসনিকভাবে স্থায়ী প্রদক্ষেপ জোরদার করতে পারলে মানুষের দুর্ভোগ লাঘব হতে পারে।
সংবাদ শিরোনাম ::
স্থানীয় দাপটে গাড়ী পার্কিংয়ের কারনে বাহুবলের উপজেলা সদরে যানজট
-
মোছাঃনিছপা আক্তার, হবিগঞ্জ
- আপডেট সময় ০১:২০:৩২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- ৬৮০ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ