হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের অন্তর্গত আথুকুড়া গ্রামে “শ্রী শ্রী কৃষ্ণ মন্দির” শুভ উদ্বোধন করেছেন, মানবিক এমপি, ভাটি অঞ্চলের উন্নয়নের রূপকার পরিচ্ছন্ন রাজনীতিবিদ জননন্দিত জননেতা আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আব্দুল মজিদ খান এম.পি মহোদয়। মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমরা সকলে মিলে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। এই দেশ আমাদের সকলের। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি। প্রত্যেকে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করছে। সরকার জাতি ধর্ম বর্ণ গোষ্ঠী নির্বিশেষে সবার উন্নয়ন করে যাচ্ছে। সব ধর্মের মানুষ সমভাবে উন্নয়নের সুফল উপভোগ করছে। তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা দিয়েছিলেন। কিন্তু নির্মম ঘাতকেরা তাঁকে দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করার সময় দেননি। এখন, সেই কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। বর্তমান সরকার উন্নয়নের সরকার। এ সরকারের আমলে দেশের প্রতিটি খাতেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। সরকার জনগণের কল্যাণে উন্নয়ন করে যাচ্ছে এবং তাদের প্রশংসনীয় ভূমিকায় দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিণত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ধর্মনিরপেক্ষ ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সকলে একসাথে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী , ভাইস-চেয়ারম্যান ফারুক আমীন , ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয় কুমার দাস সহ দলীয় নেতৃবৃন্দ, হিন্দু ধর্মাবলম্বীদের পুরুহীত ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বানিয়াচং এ শ্রী শ্রী কৃষ্ণ মন্দির উদ্ভোদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
-
রামকৃষ্ণ তালুকদার হবিগ
- আপডেট সময় ০৪:২০:০৯ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- ৭১০ বার পড়া হয়েছে