ঢাকা ১০:১২ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

রাগী’ সিনেমার পোস্টার ট্রেইলার উম্মোচন

একটি পরিপূর্ণ এ্যাকশন থ্রিলার মুভি ‘রাগী’। স্যোসাল এ্যাকশন নির্ভর রাগী সিনেমার গল্পে একজন রাগী মানুষের চরিত্র রূপায়ন করেছেন আবির চৌধুরী (পারভেজ), তিনি দুর্দান্ত তামিল হিরোর মতো অভিনয় করেছেন। আর নায়িকা মুনমুন দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছেন রাগী ছবির মাধ্যমে।

নায়িকা নয় একজন রাগী নারী চরিত্র রূপায়নের মাধ্যমে, মানে খলনায়িকা। এই দুইজনকেই অভিনন্দন। গতকাল ৩ অক্টোবর সন্ধ্যায় গুলশান সুটিংক্লাবে এক প্রেস মিট এর আয়োজন করা হয়। প্রেসমিটে রাগী ছবি মুক্তির ঘোষণা পত্র পাঠ করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

আগামী ১৪ অক্টোবর রাগী ছবিটি শুভ মুক্তির ঘোষণা দেন। ছবিটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় মিজানুর রহমান মিজান। চিত্রগ্রহণে মনিরুজ্জামান মনির, স্থির চিত্রে শাহ সুলতান। ছবি সম্পর্কে বক্তব্য প্রদান করেন মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমন। পরে মঞ্চের বড় পর্দায় ছবির পোস্টার, হল ব্যানার ও ট্রেইলার উন্মোচন করা হয়। পরে হল প্রদর্শক সমিতির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জল বক্তব্য দেন।

রাগী ছবির পরিচালক মিজানুর রহমান মিজান বক্তব্য দেন, ছবির পোস্টার ট্রেইলার সম্পর্কে মতামত ও দোয়া কামনা করেন। হল প্রদর্শক সমিতির নেতারা ছবির অভিনয় শিল্পী ও পরিচালক এবং কলাকুশলীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আবারো বক্তব্যের পালা, শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আসেন প্রযোজক মোঃ হোসেন, মিয়া আলাউদ্দিন, নায়িকা নিপুন, জাজ এর আলিমুল্লাহ খোকন, হাবিবুল ইসলাম হাবিব, নায়িকা মুনমুন, নায়িকা আচঁল আখি ও ছবিটির মুল চরিত্রের অভিনেতা আবির চৌধুরী।

ছবিটির প্রযোজক জাকিরা খাতুন জয়া। অভিনয় করেছনÑ আবির চৌধুরী, আঁচল আঁখি, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মারুফ আকিব, রোমিও, লালন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা মারুফ আকিব। ছবিটির শুভমুক্তিতে সাফল্য কামনা করছি। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাগী’ সিনেমার পোস্টার ট্রেইলার উম্মোচন

আপডেট সময় ১০:৩৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অক্টোবর ২০২২

একটি পরিপূর্ণ এ্যাকশন থ্রিলার মুভি ‘রাগী’। স্যোসাল এ্যাকশন নির্ভর রাগী সিনেমার গল্পে একজন রাগী মানুষের চরিত্র রূপায়ন করেছেন আবির চৌধুরী (পারভেজ), তিনি দুর্দান্ত তামিল হিরোর মতো অভিনয় করেছেন। আর নায়িকা মুনমুন দীর্ঘ বিরতির পর আবার ফিরে এসেছেন রাগী ছবির মাধ্যমে।

নায়িকা নয় একজন রাগী নারী চরিত্র রূপায়নের মাধ্যমে, মানে খলনায়িকা। এই দুইজনকেই অভিনন্দন। গতকাল ৩ অক্টোবর সন্ধ্যায় গুলশান সুটিংক্লাবে এক প্রেস মিট এর আয়োজন করা হয়। প্রেসমিটে রাগী ছবি মুক্তির ঘোষণা পত্র পাঠ করেন প্রযোজক খোরশেদ আলম খসরু।

আগামী ১৪ অক্টোবর রাগী ছবিটি শুভ মুক্তির ঘোষণা দেন। ছবিটির কাহিনী চিত্রনাট্য ও পরিচালনায় মিজানুর রহমান মিজান। চিত্রগ্রহণে মনিরুজ্জামান মনির, স্থির চিত্রে শাহ সুলতান। ছবি সম্পর্কে বক্তব্য প্রদান করেন মুশফিকুর রহমান গুলজার, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান ও মহাসচিব শাহীন সুমন। পরে মঞ্চের বড় পর্দায় ছবির পোস্টার, হল ব্যানার ও ট্রেইলার উন্মোচন করা হয়। পরে হল প্রদর্শক সমিতির সহ-সভাপতি মিয়া আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জল বক্তব্য দেন।

রাগী ছবির পরিচালক মিজানুর রহমান মিজান বক্তব্য দেন, ছবির পোস্টার ট্রেইলার সম্পর্কে মতামত ও দোয়া কামনা করেন। হল প্রদর্শক সমিতির নেতারা ছবির অভিনয় শিল্পী ও পরিচালক এবং কলাকুশলীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। আবারো বক্তব্যের পালা, শুভেচ্ছা বক্তব্যের জন্য মঞ্চে আসেন প্রযোজক মোঃ হোসেন, মিয়া আলাউদ্দিন, নায়িকা নিপুন, জাজ এর আলিমুল্লাহ খোকন, হাবিবুল ইসলাম হাবিব, নায়িকা মুনমুন, নায়িকা আচঁল আখি ও ছবিটির মুল চরিত্রের অভিনেতা আবির চৌধুরী।

ছবিটির প্রযোজক জাকিরা খাতুন জয়া। অভিনয় করেছনÑ আবির চৌধুরী, আঁচল আঁখি, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, কাজী হায়াৎ, মারুফ আকিব, রোমিও, লালন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অভিনেতা মারুফ আকিব। ছবিটির শুভমুক্তিতে সাফল্য কামনা করছি। ছবিঃ মোস্তাফিজ মিন্টু।