কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেল চোর চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশ। ওই অভিযানে কুমিল্লার বিভিন্ন এলাকা থেকে ১১টি চোরাই মোটরসাইকেলও উদ্ধার করা হয়।
কুমিল্লা জেলার মাননীয় পুলিশ সুপার জনাব আব্দুল মান্নান বিপিএম (বার) নির্দেশে কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব রাজেস বড়ুয়া পিপিএম এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একাধিক টিম কুমিল্লা জেলার সকল থানা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চিহ্নিত ও পেশাদার সংঘবদ্ধ মোটর সাইকেল চোর চক্রের সক্রিয় সদস্যরা হলেন মোঃ শাকিব (৩৪), মোঃ সৈকত (২২), মোঃ শাহদাত হোসেন (৩৮), আল আমিন (২৫), মোঃ রিপন (৩৫), মোঃ রাকিবুল হাসান (২৬), মোঃ মাসুদ (২৮),মোঃ আজাদ হোসেন আবাদ (৩১), মোঃ সায়মন (৩৩), দেরকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত হতে চোরাইকৃত পুরাতন ১১ (এগার) টি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
০৪ (চার) টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন PULSUR মোটর সাইকেল। (এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন HERO SPLENDER PRO মোটর সাইকেল। (দুই)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন DISCOVER মোটর সাইকেল। (এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন TVS STRYKER মোটর সাইকেল।
(এক) টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন HERO HUNK মোটর সাইকেল। (এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন YAHAMA FZ-X মোটর সাইকেল। (এক)টি পুরাতন রেজিঃ নাম্বার বিহীন FREEDON ROYALES মোটর সাইকেল। একটি মামলার সূত্র ধরে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এসব মোটরসাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতার করে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান তিনি। প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার জানান, গ্রেফতার চোর চক্রের সদস্যরা জিজ্ঞাসাবাদে জানায়, কুমিল্লা জেলা কেন্দ্রীক বিভিন্ন উপজেলা ও জেলা শহরে তাদের একটি বড় সিন্ডিকেট আছে। তারা ওই সিন্ডিকেটের সাহায্যে বিভিন্ন জায়গা থেকে মোটরসাইকেল চুরি করার সাথে সাথে তাদের সদস্যদের মাধ্যমে দেশের অভ্যন্তরে বিভিন্ন জায়গায় এবং পার্শ্ববর্তী দেশে বিক্রয ও পাচার করে থাকে।
তাছাড়া আসামীরা আরো জানায়, চোরাই মোটরসাইকেল পাচার করে তারা টাকার বদলে সীমান্তবর্তী এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব্য নিয়ে আসে এবং উক্ত মাদক কুমিল্লা জেলার বিভিন্ন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকে।
গ্রেফতার ৯ জনের মধ্যে ৬ জনের বিরুদ্ধেই বিভিন্ন অভিযোগে অন্তত ২৫টি মামলা রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রেস ব্রিফিংয়ে কুমিল্লার
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আশফাকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো মতিউল ইসলাম, জেলা ডিবি পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।