ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামির মৃত্যু ভোলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার নেতাকর্মীদের ত্যাগ স্বীকার করে কাজ করার শপথ করালেন, আমিনুল হক দৌলতের কান্দিতে অন্যরকম এক বিদায় সংবর্ধনা পেল শিক্ষক সেলিনা আক্তার চিন্ময়ের গ্রেফতার ও সাইফুল হত্যাকাণ্ড নিয়ে যত অপতথ্য ছড়িয়েছে বাংলাদেশকে ২২৬৫ কোটি টাকা ঋণ দিচ্ছে জার্মানি দুদকের মামলায় অব্যাহতি পেলেন জামায়াত সেক্রেটারি কুড়িগ্রামের নাগেশ্বরীতে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বীজ রাখার দায়ে তিন প্রতিষ্ঠানকে জরিমান গুজবে কান দিয়ে অস্থিরতা সৃষ্টি না করার আহবান

সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা শহিদুলসহ গ্রেফতার-৫

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ শহিদুল ইসলাম এবং এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন,এ চক্রের মূলহোতা মোঃ শহীদুল ইসলাম (৪৫), তার সহযোগী মোঃ শাহিন (৩৭), তৈয়বা (৫৫), মোঃ কাইয়ুম শাওন (৩৪) ও মোঃ লিটন মিয়া (৩০)। এদের মধ্যে এক নারী ও রয়েছেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এবং যাত্রাবাড়ী এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর পৃথক দুটি দল বুধবার রাতে ৮ টার দিকে রাজধানীর পল্টন এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ শহীদুল ইসলাম (৪৫)সহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্বে ও তারা ভিকটিমদের নিকট থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবী করত। এভাবে এ চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারন লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক সংগঠন আছে তাদের মধ্যে একটি ঐক্য গড়ে তুলতে হবে: নজরুল ইসলাম খান

সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা শহিদুলসহ গ্রেফতার-৫

আপডেট সময় ০৩:৪৯:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

রাজধানীর পল্টন ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ শহিদুল ইসলাম এবং এক নারীসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গ্রেফতারকৃতরা হলেন,এ চক্রের মূলহোতা মোঃ শহীদুল ইসলাম (৪৫), তার সহযোগী মোঃ শাহিন (৩৭), তৈয়বা (৫৫), মোঃ কাইয়ুম শাওন (৩৪) ও মোঃ লিটন মিয়া (৩০)। এদের মধ্যে এক নারী ও রয়েছেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর পল্টন এবং যাত্রাবাড়ী এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আজ বৃহস্পতিবার র‌্যাব-৩ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক বাসসকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৩ এর পৃথক দুটি দল বুধবার রাতে ৮ টার দিকে রাজধানীর পল্টন এবং যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে সৌদি আরবে মানব পাচারকারী চক্রের মূলহোতা মোঃ শহীদুল ইসলাম (৪৫)সহ ৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাব জানিয়েছে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মানব পাচার চক্রের সক্রিয় সদস্য। তারা জনশক্তি রপ্তানীর কোন বৈধ লাইসেন্স না থাকা স্বত্বে ও তারা ভিকটিমদের নিকট থেকে সৌদি আরবে উচ্চ বেতনে চাকুরী, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রীসহ চাকুরী দেওয়ার লোভনীয় কথাবার্তা বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

এছাড়াও সৌদি আরবে প্রেরণ করে সেখানে অবস্থিত তাদের সহযোগীদের মাধ্যমে ভিকটিমদের জিম্মি করে শারিরীক ও মানসিক নির্যাতন চালিয়ে মুক্তিপণের জন্য অর্থ দাবী করত। এভাবে এ চক্রটি দেশের বিভিন্ন এলাকার সাধারন লোকজনকে প্রলোভন দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে মানব পাচারের মাধ্যমে প্রতারণা করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।