ঢাকা ১২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১৫ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব : অক্ষয় কুমার

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক ছবির পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হয়েছে হুলুস্থুল কাণ্ড। যেখানে একপর্যায়ে সে ছবিতে অক্ষয় কুমার বললেন এসব বন্ধ করতে!

কী ছিল অনুপমের পোস্টে? দেখা যায়, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শরীরে নিজের মুখ বসিয়ে ছবি দিয়েছেন তিনি। আর সেটিই হচ্ছে তার নতুন সিনেমার পোস্টার। যার নাম ‘শিব শাস্ত্রী বলবোয়া’। সে সিনেমাতেই অপেক্ষা করছে চমক। যার কিছুটা প্রকাশ করলেন অনুপম।

এমনকি সে পোস্টারটি শেয়ারও করেছিলেন অক্ষয়। হলিউডের ‘রকি’ সিনেমার এক দৃশ্যে সিলভেস্টারের মুখের জায়গায় অনুপমের মুখ দেখে লিখলেন, ‘প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব! যদিও পোস্টারটি খাসা। অভিনন্দন এবং শুভেচ্ছা।’

‘শিব শাস্ত্রী বলবোয়া’-এর পোস্টার প্রথম শেয়ার করেছিলেন অনুপমই। ৬৭ বছর বয়সী অভিনেতা আরও জানান, সিনেমাটি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে। এছাড়া বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তাকেও দেখা যাবে এ সিনেমাতে। আমেরিকার ছোট শহরে এক ভারতীয়ের জীবনযুদ্ধ নিয়ে আসতে চলেছে ‘শিব শাস্ত্রী বলবোয়া’। প্রেক্ষাগৃহে যা মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব : অক্ষয় কুমার

আপডেট সময় ০১:১৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩

বলিউডের জনপ্রিয় অভিনেতা অনুপম খেরের সাম্প্রতিক ছবির পোস্টার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে হয়েছে হুলুস্থুল কাণ্ড। যেখানে একপর্যায়ে সে ছবিতে অক্ষয় কুমার বললেন এসব বন্ধ করতে!

কী ছিল অনুপমের পোস্টে? দেখা যায়, হলিউড অভিনেতা সিলভেস্টার স্ট্যালনের শরীরে নিজের মুখ বসিয়ে ছবি দিয়েছেন তিনি। আর সেটিই হচ্ছে তার নতুন সিনেমার পোস্টার। যার নাম ‘শিব শাস্ত্রী বলবোয়া’। সে সিনেমাতেই অপেক্ষা করছে চমক। যার কিছুটা প্রকাশ করলেন অনুপম।

এমনকি সে পোস্টারটি শেয়ারও করেছিলেন অক্ষয়। হলিউডের ‘রকি’ সিনেমার এক দৃশ্যে সিলভেস্টারের মুখের জায়গায় অনুপমের মুখ দেখে লিখলেন, ‘প্রিয়তম অনুপম খের, এখনই বন্ধ করো এসব! যদিও পোস্টারটি খাসা। অভিনন্দন এবং শুভেচ্ছা।’

‘শিব শাস্ত্রী বলবোয়া’-এর পোস্টার প্রথম শেয়ার করেছিলেন অনুপমই। ৬৭ বছর বয়সী অভিনেতা আরও জানান, সিনেমাটি একজন সাধারণ মানুষের অসাধারণ হয়ে ওঠার গল্প বলবে। এছাড়া বলিউডের অভিনেত্রী নীনা গুপ্তাকেও দেখা যাবে এ সিনেমাতে। আমেরিকার ছোট শহরে এক ভারতীয়ের জীবনযুদ্ধ নিয়ে আসতে চলেছে ‘শিব শাস্ত্রী বলবোয়া’। প্রেক্ষাগৃহে যা মুক্তি পাবে আগামী ১০ ফেব্রুয়ারি।