হবিগঞ্জের বানিয়াচং এ ২২ জানুয়ারি ২০২৩ খ্রি:, ৫৩ লাখ টাকা ব্যয়ে বানিয়াচং উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের অন্তর্গত আলমপুর ও আতুকুড়া গ্রামের কৃষকদের স্বার্থে ঐতিহ্যবাহী পাপড়ার হাওরের কৃষি জমির পানি নিষ্কাশন ও সেচ সুবিধার জন্য শুকরির খাল পূণঃ খনন কাজের শুভ উদ্বোধন করেছেন, বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এসময় সরকারি কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, দলীয় নেতৃবৃন্দ, উপকারভোগী কৃষক শ্রমিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয়রা বলেন খালটি পুণঃ খনন করা হলে অত্র এলাকার কৃষি জমির সেচ কার্য্যক্রম ও পানিনিষ্কাশনের সুবিধা হবে, ফসল উৎপাদন বৃদ্ধি হবে এবং এলাকার মানুষ উপকৃত হবে।
ব্যক্ত থাকা আবশ্যক যে অত্র এলাকার কৃষকদের দাবীর প্রেক্ষিতে আজমিরীগঞ্জ, বানিয়াচং, হবিগঞ্জ ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এম.পি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় খালটি পুণঃ খননের ব্যবস্থা করা হয়েছে বলেন জানিয়েছেন এম পি মহোদয়ের ব্যাক্তিগত সহকারী মোঃ সেলিম উদ্দিন।