ঢাকা ১০:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি পদক পেলেন জাতীয়তাবাদী বিএনপির রাজশাহী জেলার সদস্য সচিব গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি : যুবদল সভাপতি মোনায়েম মুন্না তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল? সিএমপির পাহাড়তলী থানার মাদক বিরোধী অভিযানে ভুয়া সাংবাদিক ফারুক মাদকসহ গ্রেফতার অন্তর্বতী সরকারের ১শ দিন পার হলেও সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের এখনও আওয়ামী লীগের দোসরা বহাল পূর্বাচলে দুর্নীতির রাজত্ব গড়েছেন নায়েব আলী শরীফ ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ নবীনবরণ উৎসব ২০২৪ পালিত। মুগদায় ১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ভারতের বাজারে আসছে রয়েল এনফিল্ডের নতুন মডেল

কাছে কিংবা দূরে চলাচলে মানুষ বাইককেই বেশি পছন্দ করে থাকেন। তাই কোম্পানিগুলো ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে বাজারে নিয়ে আসে নতুন নতুন মডেল। এবার সেই ধারাবাহিকতায় ‌‘সুপার মিটিওর ৬৫০’ নামে আকর্ষণীয় মডেলের একটি বাইক ভারতের বাজারে নিয়ে আসছে রয়েল এনফিল্ড। জানুয়ারিতেই ভারতের ক্রুজার বাজারে আসতে পারে এই বাইক।

নতুন মডেলের বাইক ইতোমধ্যেই ভারতের গোয়াতে প্রকাশ্যে এনেছে কোম্পানিটি। যেখানে ‘সুপার মিটিওর ৬৫০’ ও  ‘সুপার মিটিওর ৬৫০ ট্যুরার’ দেখিয়েছে রয়েল এনফিল্ড। অটো সাইটগুলোর দাবি, ‘সুপার মিটিওর ৬৫০’ মডেলের নতুন এই বাইকটি হার্লে ডেভিডসনকেও হার মানাবে। হার্লের বাজার নষ্ট করতে পারে রয়েল এনফ্লিড। কম দামে বিশ্ব বাজারে বেশি শক্তিশালী ইঞ্জিন আনলেই ধাক্কা খাবে হার্লে।

সম্প্রতি বিশ্ববাজারে দেখানো হয়েছে রয়েল এনফিল্ডের এই বাইক। ‘অ্যাস্ট্রাল ব্ল্যাক সুপার মিটিওর ৬৫০’র পাশাপাশি ‘সোলো ট্যুরার’ মডেল রয়েছে এই বাইকের। এই ট্যুরার মডেলের মধ্যে আনুষাঙ্গিক অনেক কিট নিয়ে এসেছে কোম্পানি। বার মিরর, ডিলাক্স ফুটপেগ, সোলো ফিনিশার, এলইডি ইন্ডিকেটর ও মেশিন অ্যালোয় পাবেন ক্রেতা। অন্যদিকে, ‘সিলিসশিয়াল রেড সুপার মিটিওর ৬৫০ ট্যুরার’ গ্র্যান্ড ট্যুরার অ্যাকসেসরিজ কিট পেয়েছে। যার মধ্যে রয়েছে ডিলাক্স ট্যুরিং ডুয়াল-সিট, ট্যুরিং উইন্ডস্ক্রিন, প্যাসেঞ্জার ব্যাকরেস্ট, ডিলাক্স ফুটপেগ, লংহল প্যানিয়ার্স, ট্যুরিং হ্যান্ডেলবার ও এলইডি ইন্ডিকেটর। ইন্টারস্টেলার গ্রিন সুপার মিটিওর ৬৫০ ও উন্মোচন করা হয়েছে যা স্ট্যান্ডার্ড হিসেবে আসে।

অনেক বড় বাইক

সিলিসশিয়াল রেড ও সিলিসশিয়াল ব্লু যা লম্বা ফুটপেগসহ একটি বড় উইন্ডস্ক্রিন ও আরও আরামদায়ক একটি বড় আসন রয়েছে। এতে ট্রিপার ন্যাভিগেশনসহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার স্ট্যান্ডার্ড হিসেবে পাওয়া যাচ্ছে।

কত শক্তিশালী ইঞ্জিন ?

ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটি ৬৫০ এর মতো একই ৬৪৮ সিসির একটি টুইন মোটর ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকে। এই ইঞ্জিন এটিকে ৪৭ বিএইচপি শক্তি, আরও টর্কসহ একটি ক্রুজারের মতো রাইডিং অভিজ্ঞতা দেবে।

স্পেসিফিকেশন যা রয়েছে এ বাইকে

এই বাইকে সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৬ ইঞ্চির চাকা দিয়েছে কোম্পানি। যদিও এর আসন কম উচ্চতার রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি সব রয়েল এনফিল্ড মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে ভারী। এই বাইকের ওজন ২১৪ কেজি। এটি ভারতীয় রাস্তা অনুসারে কমপক্ষে ১৩৫ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেতে পারে।

সুপার মিটিওর ৬৫০’র সম্ভাব্য দাম 

সামনের বছরই লঞ্চ করা হতে পারে এই বাইক। এর দাম বর্তমান ৬৫০ সিসি বাইকের থেকে বেশি হতে পারে। দাম অনুমান করা হচ্ছে ৪ লাখ টাকার কাছাকাছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল

ভারতের বাজারে আসছে রয়েল এনফিল্ডের নতুন মডেল

আপডেট সময় ০২:৫৩:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

কাছে কিংবা দূরে চলাচলে মানুষ বাইককেই বেশি পছন্দ করে থাকেন। তাই কোম্পানিগুলো ক্রেতাদের চাহিদার ওপর ভিত্তি করে বাজারে নিয়ে আসে নতুন নতুন মডেল। এবার সেই ধারাবাহিকতায় ‌‘সুপার মিটিওর ৬৫০’ নামে আকর্ষণীয় মডেলের একটি বাইক ভারতের বাজারে নিয়ে আসছে রয়েল এনফিল্ড। জানুয়ারিতেই ভারতের ক্রুজার বাজারে আসতে পারে এই বাইক।

নতুন মডেলের বাইক ইতোমধ্যেই ভারতের গোয়াতে প্রকাশ্যে এনেছে কোম্পানিটি। যেখানে ‘সুপার মিটিওর ৬৫০’ ও  ‘সুপার মিটিওর ৬৫০ ট্যুরার’ দেখিয়েছে রয়েল এনফিল্ড। অটো সাইটগুলোর দাবি, ‘সুপার মিটিওর ৬৫০’ মডেলের নতুন এই বাইকটি হার্লে ডেভিডসনকেও হার মানাবে। হার্লের বাজার নষ্ট করতে পারে রয়েল এনফ্লিড। কম দামে বিশ্ব বাজারে বেশি শক্তিশালী ইঞ্জিন আনলেই ধাক্কা খাবে হার্লে।

সম্প্রতি বিশ্ববাজারে দেখানো হয়েছে রয়েল এনফিল্ডের এই বাইক। ‘অ্যাস্ট্রাল ব্ল্যাক সুপার মিটিওর ৬৫০’র পাশাপাশি ‘সোলো ট্যুরার’ মডেল রয়েছে এই বাইকের। এই ট্যুরার মডেলের মধ্যে আনুষাঙ্গিক অনেক কিট নিয়ে এসেছে কোম্পানি। বার মিরর, ডিলাক্স ফুটপেগ, সোলো ফিনিশার, এলইডি ইন্ডিকেটর ও মেশিন অ্যালোয় পাবেন ক্রেতা। অন্যদিকে, ‘সিলিসশিয়াল রেড সুপার মিটিওর ৬৫০ ট্যুরার’ গ্র্যান্ড ট্যুরার অ্যাকসেসরিজ কিট পেয়েছে। যার মধ্যে রয়েছে ডিলাক্স ট্যুরিং ডুয়াল-সিট, ট্যুরিং উইন্ডস্ক্রিন, প্যাসেঞ্জার ব্যাকরেস্ট, ডিলাক্স ফুটপেগ, লংহল প্যানিয়ার্স, ট্যুরিং হ্যান্ডেলবার ও এলইডি ইন্ডিকেটর। ইন্টারস্টেলার গ্রিন সুপার মিটিওর ৬৫০ ও উন্মোচন করা হয়েছে যা স্ট্যান্ডার্ড হিসেবে আসে।

অনেক বড় বাইক

সিলিসশিয়াল রেড ও সিলিসশিয়াল ব্লু যা লম্বা ফুটপেগসহ একটি বড় উইন্ডস্ক্রিন ও আরও আরামদায়ক একটি বড় আসন রয়েছে। এতে ট্রিপার ন্যাভিগেশনসহ ইন্সট্রুমেন্ট ক্লাস্টার স্ট্যান্ডার্ড হিসেবে পাওয়া যাচ্ছে।

কত শক্তিশালী ইঞ্জিন ?

ইন্টারসেপ্টর ও কন্টিনেন্টাল জিটি ৬৫০ এর মতো একই ৬৪৮ সিসির একটি টুইন মোটর ইঞ্জিন দেওয়া হয়েছে বাইকে। এই ইঞ্জিন এটিকে ৪৭ বিএইচপি শক্তি, আরও টর্কসহ একটি ক্রুজারের মতো রাইডিং অভিজ্ঞতা দেবে।

স্পেসিফিকেশন যা রয়েছে এ বাইকে

এই বাইকে সামনে ১৯ ইঞ্চি ও পেছনে ১৬ ইঞ্চির চাকা দিয়েছে কোম্পানি। যদিও এর আসন কম উচ্চতার রাইডারদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। এটি সব রয়েল এনফিল্ড মোটরসাইকেলের মধ্যে সবচেয়ে ভারী। এই বাইকের ওজন ২১৪ কেজি। এটি ভারতীয় রাস্তা অনুসারে কমপক্ষে ১৩৫ এমএম গ্রাউন্ড ক্লিয়ারেন্স পেতে পারে।

সুপার মিটিওর ৬৫০’র সম্ভাব্য দাম 

সামনের বছরই লঞ্চ করা হতে পারে এই বাইক। এর দাম বর্তমান ৬৫০ সিসি বাইকের থেকে বেশি হতে পারে। দাম অনুমান করা হচ্ছে ৪ লাখ টাকার কাছাকাছি।